কুমিল্লার দেবিদ্বারে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যােগে পৌর এলাকার নৈশ্য প্রহরী, ভাসমান পথচারী, রিক্সা ও ভ্যানচালক, ভারী যানবাহন চালকদের মাঝে সেহেরি বিতরণ করা হয়েছে।
সোমবার ১৮ এপ্রিল) ভোররাতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন এর নেতৃত্বে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা রাস্তায় রাস্তায় ঘুরে শতাধিক সেহরি প্যাকেট বিতরণ করেন।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন বলেন, ভাসমান পথচারী ও যানচালকদের সেহরি সময়ে রাস্তাঘাটে খাবারের যেন সমস্যায় পড়তে না হয় তাই এ উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য যে, স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা করোনাকালীন মানবতার সেবায় ভূয়সী প্রশংসা অর্জন করেছে।