ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার কাইতলা (উওর) ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত মরহুম হান্নান মেম্বারের বাড়ি থেকে মরহুম মসতু মিয়ার বাড়ি পর্যন্ত ব্রিজটি বেহাল দশায় পতিত হয়েছে। কয়েক’শ বছরের পুরনো এ ব্রিজটির মাঝখানের একপাশ ভেঙে গেছে। মাঝখানে মাত্র দুটি জরাজীর্ণ খুটির উপর দাঁড়িয়ে আছে বয়সের ভাড়ে নুয়ে পড়া এ ব্রিজটি। একপাশ দিয়ে এলাকার লোকজন পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। এতে যেকোনো মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
এ ব্রিজ দিয়ে প্রতিদিন এলাকাবাসি বার আউলিয়া বিলে, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ শতশত লোকজন আসা-যাওয়া করে থাকে। তাছাড়া পার্শ্ববর্তী পুকুর পাড়, শিবনগর, ময়দাগঞ্জ গ্রামের লোকজন নোয়াগাঁও বাজারে নিত্যপণ্য দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য আসা-যাওয়া করে থাকে। বিশেষ করে মহিলা, শিশু ও বৃদ্ধদের জন্য এটি একটি চরম হুমকির মুখে।
স্থানীয় বাসিন্দা মোঃ শাহ জামাল ভূঁইয়া বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয় লোকদেরকে অবগত করেও এর কোন সংস্কারের সাড়া পাওয়া যায়নি। জনস্বার্থে এ ব্রিজটি সংস্কার খুবই জরুরি।
৯ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, ব্রিজটি প্রায় ৮/১০ বছর যাবৎ এ বেহাল দশা। অনেক বছর আগেই সংস্কারের আবেদন করা হয়েছে কিন্তু অদ্যাবধি কোন সাড়া পাচ্ছি না।
পুরাতন এ জরাজীর্ণ বেহালদশা ব্রিজটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে আকুল দাবি জানিয়েছেন এলাকাবাসি।