ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বাঙ্গরা বাজারে মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র, মিষ্টির কার্টনের ওজন অস্বাভাবিক ও ওজন যন্ত্রে কারচুপির অভিযোগে ৫ দোকানীকে ৪১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। বিভিন্ন অভিযোগে ৫টি মামলায় ভোক্তা অধিকার আইনে এ অর্থদণ্ড করা হয়।
এসময় জিনদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।