ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী
স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) কর্তৃক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “স্বাধীনতা স্মৃতি পদক- ২০২২ সম্মাননা” ক্রেস্ট ও সনদ অর্জন করেছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় এ সম্মাননা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া অন্যান্য অতিথি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী বলেন, শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিংবডি ও অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় অত্র মাদ্রাসাটি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।