চট্টগ্রামে গণতান্ত্রিক বাজেট আন্দোলন, দি এশিয়া ফাউন্ডেশন ও সেইফটি এন্ড রাইট্স এর সহযোগিতায়, সংশপ্তক এর আয়োজনে বাজেটে জন অংশগ্রহন ও স্থানীয় চাহিদা নিরুপণ বিষয়ক ফলো আপ ওয়ার্কশপ চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউটে ৩ এপ্রিল সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
আয়োজিত ওয়ার্কশপে বাজেটে জন অংশগ্রহন বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা বিষয়টির কথা চলে আসে, বাজেট হওয়া উচিত ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায়ে, উপজেলা থেকে জেলা পর্যায়ে চাহিদাগুলো নিরুপণ করে কেন্দ্রিয় বাজেট হওয়া প্রয়োজন, এলাকার চাহিদা মোতাবেক অনুযায়ী বিভিন্ন খাতওয়ারী বাজেটে বরাদ্ধ রাখার দরকার, বাজেটে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহন থাকলে সঠিক বাজেট তৈরী করা সম্ভব হবে এবং বাজেট ব্যায় সঠিক ভাবে করা সম্ভব হবে।
বাজেট প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কর্মকান্ডে জনঅংশগ্রহন নিশ্চিত করতে হবে। বাজেট আমলা নির্ভর না করে, জনপ্রতিনিধি, শিক্ষক, প্রতিবন্ধী জনগোষ্ঠী, শ্রমিক, কৃষকসহ সকল পেশার মানুষ সম্পৃক্ত করে জেলা ভিত্তিক বাজেট প্রণয়ণ প্রয়োজন।
বিশিষ্ট গবেষক ও সমাজ বিজ্ঞানী ড. মনজুরুল আমিন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন, সংশপ্তক এর প্রধান নির্বাহী লিটন চৌধুরী, আগামী বাজেট বিষয়ক ধারনাপত্র উপস্থাপন করেন -সেইফটি এন্ড রাইট্স এর এডভোকেসী অফিনার বি-আম্মা মল্লিকা, আরো বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ^বিদ্যালয় এর অর্থনীতি বিভাগের অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, বিলস চট্টগ্রাম চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, স্বপ্লীল ব্রাইট ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী মোঃ আলী শিকদার, উপকূলের প্রধান নির্বাহী জোবায়ের ফারুক লিটন, ঘাসফুল প্রতিনিধি সিরাজুল ইসলাম, ইপসা জেলা সমন্বয়কারী ওমর শাহেদ হিরু, ব্লাস্ট এর প্রতিনিধি এডভোকেট জিনাত আমান, সাংংবাদি মুজিব উল্ল্যাহ্ তুষার, পূর্বা এর সভাপতি ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী বিজয়, সংশপ্তক এর ডেপুটি ডিরেক্টর অগ্রদূত দাশগুপ্ত, কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, অপরাজেয় বাংলাদেশ এর জিনাত হোসেন, দৃষ্টি প্রতিবন্ধী হাসান মনসুর, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম শ্রমিক নেত্রী বাপ্পী দেব বর্মন।অনুষ্ঠানটি পরিচালনা করেন সংশপ্তক এর প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম।