1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৭৫ বার

লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৪জন।
শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব লালমনিরহাটের চত্ত্বরের সামনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে,প্রেসক্লাব লালমনিরহাটের অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা এবং ভাংচুর করাকে কেন্দ্র করে ২টি গ্রুপ তৈরী হয়। এতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হতে সাংবাদিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় সিনিয়র সাংবাদিকরা প্রেসক্লাবের মূল ফটকে তালা লাগিয়ে চলে যায়। পরে শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কথিত প্রেসক্লাবের সাধারন সম্পাদক পরিচয়দানকারী ও এসএটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স ও সময়ের আলো পএিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি নয়ন আহমেদ তন্ময় এর লেলিয়ে দেয়া বহিরাগত কিছু ছেলে এসে প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে এ খবর শুনে সিনিয়র সাংবাদিকরা প্রেসক্লাবে গেলে ওই বহিরাগত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় প্রেসক্লাবের সামনে থাকা চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন পাটোয়ারী, এশিয়ান টিভির নব্য সাংবাদিক নিয়ন দুলাল, বাসস, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শাহীন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ কয়েকজন সাংবাদিক গুরুত্বর আহত হয়। এতে মিলন পাটোয়ারীর মাথায় এলোপাতাড়ি ডাং মাইর করতে থাকলে তার মাথার ২ জায়গায় ক্ষত হয়ে যায়। পরে আহতদের দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে শুক্রবার (২৯ এপ্রিল) এসএটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স কতৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননার করার প্রতিবাদে সকাল ১১টার দিকে মিশন মোড় চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম জানান, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অপরাধী যাই হোক আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উল্লেখ, প্রেসক্লাবের অফিস কক্ষে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় জড়িত আশিকুর রহমান ডিফেন্স ও তারসহযোগীদের বিরুদ্ধে ২৮ এপ্রিল লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শাহিন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিলেও এসংবাদ লেখা পযন্ত আশিকুর রহমান ডিফেন্স কে রহস্যজনক কারনে গ্রেফতার না করায় সাংবাদিকদের মাঝে আলোচনা -সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বিভিন্ন সূএ জানায়, যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net