সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ: সালাম সরকার(৭৪) আর নেই । গতকাল ৭ ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকাল ৪ টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে মরহুমের জানাযার নামাজ শেষে খাসকান্দি,চরেরগাও ও চরগুলগুলিয়া কবরস্থানে তাকে দাফন করা হয় । মরহুম আ:সালাম সরকার ১৯৮৫ সাল থেকে টানা দু’বার সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান নির্বচিত হয়েছিলেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেছেরন ।
তিনি একজন সৎ, সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সিরাজদিখানের সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম সরকারের মৃত্যুতে মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী,সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ,থানা বিএনপির আহবায়ক শেখ মো.আব্দুল্লাহ,বিএনপির সাবেক সভাপতি আ: কুদ্দুস ধীরন,সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাহমিনা আক্তার তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।