1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পীরগাছায় অবৈধ বালু বাণিজ্যে প্রতিবাদ করলেই হুমকির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

পীরগাছায় অবৈধ বালু বাণিজ্যে প্রতিবাদ করলেই হুমকির অভিযোগ

খন্দকার রাকিবুল ইসলাম, রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৭৯ বার

রংপুর জেলার পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেবচরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এ বালু বাণিজ্য চললেও নির্বিকার প্রশাসন।মাঝে মাঝেই প্রশাসনের লোক আসে।কিন্তু তারা কোন একশন না নিয়েই আবার ফিরে যায়।বালু পরিবহনের কারনে দিনের অধিকাংশ সময়েই ধুলোময় থাকে পুরো এলাকা।বালুতে ধূসরিত হয় মানুষের দৈনন্দিন জীবন।এলাকাবাসীর দূর্ভোগের খোঁজ রাখেনা কেউই।রয়েছে স্থানীয় জনপ্রতিনিধির ছত্রছায়ার অভিযোগ।

সাহস করে কেউ প্রতিবাদ করলেই দেয়া হয় হুমকি।হামলার আতংকে নীরব এলাকাবাসী।এমনটাই বক্তব্য স্থানীয়দের।

অভিযোগ অনুযায়ী বাদল,ইউনুস,চকলেট,জাহিদুল,আবু সাঈদসহ আরো অনেকেই এই বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত।প্রশাসনিক নীরবতার কারণেই এ অবৈধ বালু ব্যবসায়ীরা থাকছে ধরাছোয়ার বাহিরে।এমনটাই অভিযোগ স্থানীয়দের।

নামপ্রকাশে অনিচ্ছুক বালু পরিবহন শ্রমিকের বক্তব্য অনুযায়ী শিবদেবচরের বালু কাঁকড়া গাড়ি প্রতি ১০০ টাকায় কিনে অন্যত্র ৮০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করা হয়।প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৫-৩০ টি কাঁকড়া গাড়ি বালু পরিবহনে নিয়োজিত রয়েছে।

বালু ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য বাদলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,এখন কোন বালু ব্যবসা হচ্ছে না।এগুলা অনেক আগের কথা।বর্তমানে নদীর পানি বৃদ্ধির কারণে বালু উত্তোলন বন্ধ আছে।প্রতিবেদককে বলেন আপনি এভাবে আমাক প্রশ্ন করতে পারেন না।আপনি আমার সঙ্গে দেখা করেন।

এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ আরেফিন জানান,শিবদেবচরে এর আগে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে।এখন হয় কিনা জানা নেই।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net