খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। “তামাক মুক্ত পরিবেশ সু-স্বাস্থ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে দিবসটি উদযাপন করা হয়।
৩১ মে মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ ও সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিগন।
আলোচনা সভায় বক্তারা তামাকমুক্ত দেশ গড়তে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়।