1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাইকার না থাকায় বিপাকে কৃষক! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

পাইকার না থাকায় বিপাকে কৃষক!

মু.নাজমুল হাসান মিঠাপুকুর রংপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৭৪ বার

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নয়াপাড়া গ্রামের কৃষক ফখরুল ইসলাম জানান, অনেক আশা নিয়ে ৬০ শতক জমিতে শসা আবাদ করেছিলাম। ৪০ থেকে ৪৫ দিন পর থেকে শসা ধরা শুরু হয়েছে। এখন খেতের বয়স প্রায় দু’মাস হলো। ৪০ হাজার টাকা খরচ করে ১৫ হাজার টাকার শসাও বিক্রি করতে পারিনি। রমজান মাসের মাঝামাঝি সময়ে একটু দাম পেলেও এখন আর কেউ শসা কিনছেন না।

তিনি আরো জানান, একদিন পর পর ২০ থেকে ২৫ মণ শসা উঠে। ৪ জন কিষাণ লাগিয়ে শসাগুলো ক্ষেত থেকে তুলে রাস্তায় নিয়ে আনতে হয়। সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যান। কিন্তু গত দুই সপ্তাহ থেকে কেউ শসা নিচ্ছে না। ফলে আমাদের কষ্ট করে উৎপাদিত শসা রাস্তায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তার মতো হাজারো কৃষকের একই অবস্থা হলেও নিরব স্থানীয় কৃষি বিভাগ।

সরেজমিনে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের সাথে সংযুক্ত জায়গীর বাসস্ট্যান্ড হতে স্বপনমোড় রাস্তার দুপাশে কয়েক হাজার হেক্টর কৃষি জমি দেখা যায়। এসব জমিতে ধান, গম, ভুট্টা, কাকরুল, করলাসহ নানা ধরনের সবজি আবাদের পাশাপাশি প্রতি মৌসুমে শসার আবাদ করার কথা জানান স্থানীয় কৃষক। চলতি মৌসুমেও শসা আবাদ করেন তারা কিন্তু হঠাৎ করে শসা কেনার জন্য কোন পাইকার না থাকায় উৎপাদিত শসা রাস্তার পাশেই পঁচে নষ্ট হতে দেখা যায়। দাম নেই ক্রেতাও নেই এমতাবস্থায় কৃষকেরা চোখেমুখে অন্ধকার দেখছেন। একে তো পাইকার নেই তার উপরে ঔষুধ ও কিষাণের খরচ জোগাতে না পেরে ধরতি শসার ক্ষেত কেটে ফেলেছেন অনেক কৃষক।

কৃষক আল আমিন মিয়া বলেন, ‘শসাতো কম ধরে নাই কিন্তু নেওয়ার লোক নাই। বাইরের পাটি নাই। স্থানীয় পাইকাররা আর কতগুলো কিনবে! সরকার সবাকে ভর্তুকি দেয় কিন্তু কৃষকেরা মরি গেইলেও কোন খবর থাকেনা’।

স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী সাজু মিয়া বলেন, এখান থেকে ১ কেজি শসা ট্রাকে করে ঢাকা পর্যন্ত পৌঁছাতে সবমিলে ৯ থেকে ১০ টাকা খরচ হয়৷ তাছাড়া বর্তমানে ঢাকায় শসার চাহিদা কম থাকার কারণে দাম নেই। আমরা ছোট ব্যবসায়ী আর কয়জন কৃষকের শসা কিনতে পারবো! সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসলে কৃষকরা উপকৃত হবে।

উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন বলেন, গত বারের তুলনায় চলতি মৌসুমে শসার আবাদ ভালো হওয়ায় আগের তুলনায় উৎপাদন বেড়েছে এজন্য দামও কিছুটা কমেছে। কৃষকদের ক্ষতির বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।পাইকার না থাকায় বিপাকে কৃষক!

মু.নাজমুল হাসান মিঠাপুকুর রংপুর প্রতিনিধি

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নয়াপাড়া গ্রামের কৃষক ফখরুল ইসলাম জানান, অনেক আশা নিয়ে ৬০ শতক জমিতে শসা আবাদ করেছিলাম। ৪০ থেকে ৪৫ দিন পর থেকে শসা ধরা শুরু হয়েছে। এখন খেতের বয়স প্রায় দু’মাস হলো। ৪০ হাজার টাকা খরচ করে ১৫ হাজার টাকার শসাও বিক্রি করতে পারিনি। রমজান মাসের মাঝামাঝি সময়ে একটু দাম পেলেও এখন আর কেউ শসা কিনছেন না।

তিনি আরো জানান, একদিন পর পর ২০ থেকে ২৫ মণ শসা উঠে। ৪ জন কিষাণ লাগিয়ে শসাগুলো ক্ষেত থেকে তুলে রাস্তায় নিয়ে আনতে হয়। সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যান। কিন্তু গত দুই সপ্তাহ থেকে কেউ শসা নিচ্ছে না। ফলে আমাদের কষ্ট করে উৎপাদিত শসা রাস্তায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তার মতো হাজারো কৃষকের একই অবস্থা হলেও নিরব স্থানীয় কৃষি বিভাগ।

সরেজমিনে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের সাথে সংযুক্ত জায়গীর বাসস্ট্যান্ড হতে স্বপনমোড় রাস্তার দুপাশে কয়েক হাজার হেক্টর কৃষি জমি দেখা যায়। এসব জমিতে ধান, গম, ভুট্টা, কাকরুল, করলাসহ নানা ধরনের সবজি আবাদের পাশাপাশি প্রতি মৌসুমে শসার আবাদ করার কথা জানান স্থানীয় কৃষক। চলতি মৌসুমেও শসা আবাদ করেন তারা কিন্তু হঠাৎ করে শসা কেনার জন্য কোন পাইকার না থাকায় উৎপাদিত শসা রাস্তার পাশেই পঁচে নষ্ট হতে দেখা যায়। দাম নেই ক্রেতাও নেই এমতাবস্থায় কৃষকেরা চোখেমুখে অন্ধকার দেখছেন। একে তো পাইকার নেই তার উপরে ঔষুধ ও কিষাণের খরচ জোগাতে না পেরে ধরতি শসার ক্ষেত কেটে ফেলেছেন অনেক কৃষক।

কৃষক আল আমিন মিয়া বলেন, ‘শসাতো কম ধরে নাই কিন্তু নেওয়ার লোক নাই। বাইরের পাটি নাই। স্থানীয় পাইকাররা আর কতগুলো কিনবে! সরকার সবাকে ভর্তুকি দেয় কিন্তু কৃষকেরা মরি গেইলেও কোন খবর থাকেনা’।

স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী সাজু মিয়া বলেন, এখান থেকে ১ কেজি শসা ট্রাকে করে ঢাকা পর্যন্ত পৌঁছাতে সবমিলে ৯ থেকে ১০ টাকা খরচ হয়৷ তাছাড়া বর্তমানে ঢাকায় শসার চাহিদা কম থাকার কারণে দাম নেই। আমরা ছোট ব্যবসায়ী আর কয়জন কৃষকের শসা কিনতে পারবো! সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসলে কৃষকরা উপকৃত হবে।

উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন বলেন, গত বারের তুলনায় চলতি মৌসুমে শসার আবাদ ভালো হওয়ায় আগের তুলনায় উৎপাদন বেড়েছে এজন্য দামও কিছুটা কমেছে। কৃষকদের ক্ষতির বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net