রাউজান পৌরসভার ছত্র পাড়ায় আবদুল গনী সওদাগর সড়কের একটি পাকা সেতু নির্মাণ সামগ্রী বোঝাই গাড়ির চাপে ধসে গেছে। স্থানীয়রা অভিযোগ করেছে মোরশেদ নামের জনৈক ব্যক্তি ওই এলাকায় পাকাঘর নির্মাণে জন্য ইট,লোহা,বালু আনা নেয়া করছিলেন এই সেতুর উপর দিয়ে। মাত্রাতিরিক্ত মালামাল বোঝাই গাড়ীর চাপে সেতুটির গোড়া ধসে নিচে দিকে দেবে গেছে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় বেরুলিয়া খালের উপর ধসে যাওয়া সেতুটি রক্ষায় নতুন করে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করার চেষ্টা করা হলেও সেটি নিচে দিকে আবার দেবে যাচ্ছে।
স্থানীয়রা জানায় মুষুলধারে বৃষ্টি শুরু হলে সম্পূর্ণ সেতুটি ধসে পড়ার আশংকা রয়েছে। পরিদর্শন কালে দেখা যায় যেই পাকা ঘরটি নির্মাণ করা হচ্ছে সেটিও কৃষিজমি ভরাট করে, এলাকাসীর অভিযোগ এই বাড়িটিও নির্মাণ হচ্ছে চলাচলের রাস্তার কিনারা ঘেঁষে। সেতুটি ধস আর কৃষিজমিতে ঘর করার বিষয়ে নির্মাণাধিন ঘরের মালিক মোরশেদ আলমের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন সেতুটি কিভাবে ধসে গেছে সেটি গাড়ির চালক বলতে পারবে।