তিন শতাধিক শিক্ষার্থী, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা মিলে সমাজে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে না বলেছেন।তারা শপথ নিয়েছে উপজেলায় ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিহত করবে। নিজে করবে না এবং কোথাও এমন কর্মকাণ্ডের খবর পেলে প্রশাসনকে জানাবে।
কুমিল্লার লাকসামে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সুবজ উন্নয়ন সংঘ’র উদ্যোগে (৩০ মে) সোমবার সকালে উত্তরদা উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজের সর্বস্তরের মানুষের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ শীর্ষক মতবিনিময় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থী,পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা বৃত্তাকারে দাঁড়িয়ে ডান হাত বুকে রেখে শপথ ও লাল কার্ড প্রদর্শন করেন।
শপথ অনুষ্ঠানের আগে শিক্ষার্থীদের উদ্দেশে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও দুর্নীতি বিষয় নিয়ে আলোচনা করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম।
উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও লাল সুবজ উন্নয়ন সংঘ’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ খাঁন, উত্তরদা ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন, লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল, সংগঠনের লাকসাম শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আহমেদ রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন পরশ প্রমুখ।