বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভা শাখার নব-নির্বাচিত
কর্মকতাদের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাও. আমিনুর রহমান’র সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাও.
গোলামুর রহমান আশরাফ শাহ, প্রধান বক্তা ছিলেন আবুল মনসুর দৌলতী।
মাজেহার হেলালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মাও. মুহাম্মদ ইউনুছ
রেজভী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফার“কী, মাও. মনির“ল হক,
মাও. ইউসুফ নুর কাদেরী, যুবনেতা এনামুল হক এনাম, আরমান হোসাইন,
হাফেজ সেকান্দর হোসেন, মিজানুর রহমান প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, সুখী
সমৃদ্ধ ও সুন্নী মতাদর্শের আলোকে ইসলামী সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে
ইসলামী ফ্রন্টের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষে মিলাদ ও
দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি করা
হয়।