1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বসতভিটাসহ ২৬ শতক জমিজোবর দখলের জন্যে দিনাজপুরে সংখ্যালুঘু সম্প্রদায়ের পরিবারকে দেশত্যাগ ও লাশগুমের হুমকি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ মে ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে পুরষ্কার বিতরণী সভায় প্রাক্তন প্রো-ভিসি বেনু মাধব দে চন্দনাইশে পুলিশী অভিযানে আটক-৭ চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩ ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত আপসহীন : ডা. তাহের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটি ঘোষণা সীতাকুণ্ডে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সাথে শহীদ পরিবার সোসাইটি ২০২৪” এর নেতৃবৃন্দের মতমবিনিময় সম্পত্তিতে নারীর অধিকার

বসতভিটাসহ ২৬ শতক জমিজোবর দখলের জন্যে দিনাজপুরে সংখ্যালুঘু সম্প্রদায়ের পরিবারকে দেশত্যাগ ও লাশগুমের হুমকি প্রদান

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৫৫ বার

ক্ষমতার অপব্যবহার করে বসতভিটাসহ ২৬ শতক জমিজোবর দখলের জন্যে দিনাজপুরে সংখ্যালুঘু সম্প্রদায়ের পরিবারকে প্রাননাশ ও লাশগুমের হুমকি দিচ্ছে সরকার দলীয় শীর্ষ নেতার পুত্র আজিজুল ইকবাল চৌধুরী।

২০ জুলাই বুধবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত অভিযোগ করেন শহরের নতুন ঘাসিপাড়া মহল্লার মৃত কাশীরাম মাহাতোর পুত্র শ্রী গনেশ মাহাতো। লিখিত বক্তব্যে তিনি বলেন, পাহারপুর মৌজার ১২২ নং খতিয়ানের ২০ দাগের ২৬ শতক জমিটি বৃটিশ আমল থেকেই আমার মৃত কাকা সীতারাম মাহাতোর নামে রয়েছে।

তিনি নি:সন্তান হওয়ায় ওয়ারিশন সুত্র ধরেই আমরা পরিবার পরিজনসহ উল্লেখিত জমিতে কয়েক দশক ধরে বসবাস করে আসছি। আমার কাকা মারা যাওয়ার পর হঠাত করেই স্থানীয় ভুমিদস্যু প্রতিবেশী নুরুল হুদা,চার্লি ও নুরুজ্জামান গোপনে ২৬ শতক জমি নিজেদের নামে বাংলাদেশ খতিয়ানে অর্ন্তভুক্ত করে। পরবর্তীতে ঘটনাটি আমরা জানার পর ২০২১ সালে ঘোষনামুলক ডিক্রীসহ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেছি। কিন্তু কোনো ধরনের নোটিশ ছাড়াই ভুয়া দলিল সৃষ্টি করে জায়গাটি বিক্রির জন্যে নামমাত্র মুল্যে আজিজুল ইকবালের নিকট বায়না করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর ছোট পুত্র আজিজুল ইকবাল চৌধুরীর হুকুমে স্থানীয় সন্ত্রাসী ও বিএনপি যুবদল নেতা মঞ্জুর মোর্শেদ সুমন,ক্যাডার রিপন,নুরুজ্জামানসহ অজ্ঞাতানামা ১০/১৫ জন সন্ত্রাসীরা ১৮ই জুলাই সোমবার গভীররাতে আমাদের বাড়িতে এসে জমি ছেড়ে দিতে হুমকি প্রদান করে। তারা জমিটি আগামী ৭ দিনের মধ্যে না ছাড়লে আমাদের পরিবারের সবাইকে হত্যা করে লাশগুম করে ফেলবে বলে সময় দিয়েছে। তারা এও বলেছে তোদের লাশ বাংলাদেশের মাটিতে চিতায় জ্বলবে না,ভারতে জ্বলবে। আজ বুধবার সকালে তারা লোকজন ও ট্্রাকক্টর ভর্ত্তি মার্টিসহ জায়গা এবং পুকর দখল নিতে আসে এবং আমাদের প্রতিবাদের মুখে ফিরে যায়।

এ বিষয়ে আমরা সুবিচারের আশায় দিনাজপুর কোতয়ালী থানায় অভিযোগ করতে গেলে তারা অভিযোগ গ্রহন করেনি। নইলে তারা সন্ত্রাসী পেটোয়া বাহিনী দিয়ে যে কোনো মুহুর্তে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে জমিটির দখল নিয়ে নেবে। আমরা যদি সঠিক বিচার না পাই তাহলে এই দেশ থেকে পরিবারসহ ভারতে চলে যেতে হবে। আমরা অসহায় সংখ্যালুঘু সম্প্রদায়ের নিরীহ মানুষ,আমাদের সহায় সম্পত্তি ও জীবন রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য চাই। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবারে অসহায় সদস্য বাসন্তী রায়,জয়ন্তী রায়,কার্তিক ও অনিতা রানী অনু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net