1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মদ্যপায়ী কেইপিজেডের সিকিউরিটি দিদারের উক্তিতে হতভম্ব সংবাদ কর্মী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

মদ্যপায়ী কেইপিজেডের সিকিউরিটি দিদারের উক্তিতে হতভম্ব সংবাদ কর্মী

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা ::
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৮৩ বার

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের দৌলতপুর প্রধান গেইট দিয়ে প্রধানমন্ত্রীর বাপ আসলেও ডুকতে দেবেন না বলে হুংকার দেন গেইটের সিকিউরিটি সুপারভাইজার মদ্যপায়ী দিদার। শনিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে আনোয়ারা উপজেলার এক সংবাদকর্মী কেইপিজেডের গেইট দিয়ে বাড়ীতে যেতে চাইলে গেইটের সামনে সিকিউরিটি সুপারভাইজার দিদার ৫০ টাকা বকশিস দিতে বলেন। বকশিস দিতে অপারগতা জানালে তিনি এই গেইটে প্রধানমন্ত্রীর বাপ আসলেও ডুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন। কিন্তু সে সময় একটা লোকাল বাস আসলে সেটা থেকে বকশিস নিয়ে ডুকতে দেন দিদার। এরপরে কিশোরদের দুইটা মোটর সাইকেল আসলে তাদেরও যেতে দেয় সেই দিদার। নাম প্রকাশে অনিচ্ছুক সেখানে উপস্থিত এক যুবক জানান, সে মদ্যপায়ী হয়ে এমন অশালীন আচরণ করেছে।

তার বাড়ী কেইপিজেডের গেইট থেকে কয়েকশ গজ দূরে হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। অভিযুক্ত দিদার দৌলুতপুর গ্রামের বিএনপি নেতা বলে জানান একাধিক ব্যক্তি। তাই প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করে এমন অশালীন কথা বলতে পেরেছে বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিকিউরিটি জানান, দিদার গেইটে আসা ব্যক্তিদের সাথে এমনকি মহিলাদের সাথে এই রকম অহরহ খুবই অশালীন ব্যবহার করে থাকে। তার বিরুদ্ধ অনেকে সিকিউরিটি ইনচার্জকে অভিযোগ দিলেও কোন ধরণের সর্তকতা না করার কারণে এমন বেপরোয়া বলে অবহিত করেন। দিদার গেইটে দায়িত্ব পালন করার সময়ে উশৃঙ্খল ইয়াবা সেবনকারীরা অবাধে যাওয়া আসা করে তার সাথে মাদক কারবারিদের যোগসাজশ রয়েছে বলে জানান অনেকে। তাকে অবিলম্বে চাকরী থেকে অব্যহতি দেওয়ার দাবী জানান ভুক্তভোগীরা। দিদারের বিরুদ্ধে বৈরাগের বাসিন্দা শিমুল বলেন, আমরা এলাকার কাছের মানুষ হিসেবে একটু দ্রুত আসার জন্য আবদার করলেও তারা অনেককে ডুকতে দেয় সুবিধা নিয়ে আবার অনেককে ডুকতে দেয় না। সে এমন ভাব করে যেন যাওয়ার সময় রাস্তাটিসহ নিয়ে যাব। এস এম মুজিবুর রহমান বলেন, আমার সাথে করে না, তবে সে প্রায় সময় এমন উশৃঙ্খল ও অশালীন আচরণ করে থাকে।

এমডি আরিফ তামিম জানান, আমাদের জায়গা জমিতে কেইপিজেড হয়েছে উন্নত হয়েছে। এদিকে গেলে রাস্তাটিতো সাথে নিয়ে যাচ্ছি না কিন্তু কিছু দালাল সিকিউরিটি আছে তাদের জন্য সমাজের লোকের এই অবস্থা।
মীর আহমেদ সাজাদ্দ জানান, এই অশালীন আচরণ আমার সাথেও করেছিল সে।

এ ব্যাপারে আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, কেইপিজেডের উর্ধ্বতন কর্মকর্তারা যদি তাকে শাস্তির আওতায় না আনেন তাহলে প্রধানমন্ত্রীকে এমন অশালীন কথা বলার কারণে প্রশাসনের দারস্ত হবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net