1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে দিনাজপুরে শিক্ষক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা জাতি তার এক মহান অভিভাবককে হারালো : প্রধান উপদেষ্টা বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই দেশ হারাল এক অভিভাবক — বেগম খালেদা জিয়ার ইন্তেকাল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) এ সুশীল ফোরামের গভীর শোক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক যার হাতে ধানের শীষ আমি তার হয়ে কাজ করবো– ড. রশিদ আহমদ হোসাইনী অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকুন: বিজিবি সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে দিনাজপুরে শিক্ষক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৬৩ বার

শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনার প্রতিবাদে ফুসে উঠেছে দিনাজপুরের শিক্ষক সমাজ। ৪ জুলাই সোমবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর শিক্ষক সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখা সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। মানববন্ধনে কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মো: সাইফুদ্দীন আকতারের সভাপতিত্বে এবং শিক্ষক হত্যা ও নির্যাতন প্রতিবাদ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো: আতিকুর রহমান নিউ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সার্দেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, অনার্স মাষ্টার্স শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাষক মেহেরাব আলী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখার সাধারন সম্পাদক উপাধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক মিয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান, সদস্য সচিব মো: নেজামুল ইসলাম, শিক্ষক সমাজের আহবায়ক কমিটির সদস্য এবং চাঁদগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম শাহাজাহান চৌধুরী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সদর শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: আব্দুর রশীদ সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জয়নাল আবেদীন, চিরিরবন্দর কারেন্টের হাট কলেজের অধ্যক্ষ মো: জালাল উদ্দীন মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারন সম্পাদক রহমতুল্লাহ রহমত, কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক গোলাম মাওলা প্রমুখ। মানবন্ধন শেষে শহরে প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষকদের একটাই দাবী শিক্ষকদের সন্মান ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হোক। দেশের সম্পদ শিক্ষক সমাজের উপর যে নির্যাতন নিপিড়ীন ও হত্যার মত জঘন্নতম কাজে দুর্বৃত্তরা নেমে পড়েছে এর পিছনে সুদুর প্রসারিত কোন ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, এ ষড়যন্ত্রের মুল শিখরকে উপড়ে ফেলতে না পারলে দেশ ও জাতীকে রক্ষা করা সম্ভব হবে না। যে দেশে শিক্ষক, শিক্ষাবীদ, বুদ্ধিজীবি নির্যাতিত, নিপীড়িত হয় সে দেশ ও জাতি টিকে থাকতে পারে না। আর তাই পাক হানাদার বাহীনিরা বুদ্ধিজীবীদের হত্যা করে এ দেশের স্বাধীনতার যুদ্ধকে হরন করতে চেয়েছিল। আজকের সেই ইঙ্গিত দেয়া হচ্ছে। এই ষড়যন্ত্রের মুল শিখরকে উপড়ে ফেলতে সরকারকে দায়িত্ব নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net