1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখতে 'তথ্য আপা" উঠান বৈঠক অনুষ্ঠিত! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার  অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ বরখাস্ত ২ মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখতে ‘তথ্য আপা” উঠান বৈঠক অনুষ্ঠিত!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৩০ বার

নারীদের স্বাবলম্বী করে তুলতে কার্যকর ভূমিকা রাখছে সরকারের তথ্য আপা প্রকল্প। গ্রামীণ নারীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রত সমাধানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের দক্ষ করে তুলতে কাজ করছেন তথ্য আপারা। আর এ কারণে তারা এখন গ্রামীণ নারীদের আপনজন।

সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের আওতাধীন উপজেলা তথ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্কুল- কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক উঠান বৈঠক শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালযে অনুষ্টিত হয়।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা মার্জিয়া শেখের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নুরুল আমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সহকারি প্রোগ্রামার তথ্য ও সেবা নিলুফা ইয়াসমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম উপরোক্ত কথা বলেন।তিনি বলেন,বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গ্রামীণ নারীদের তথ্যপ্রযুক্তির ব্যবহারে দক্ষতা বাড়াতে তথ্য আপা প্রকল্প সময়োপযোগী পদক্ষেপ। নারীদের তথ্য দুনিয়ায় প্রবেশ করাতে এবং তাদের তথ্যপ্রযুক্তির সেবা প্রদান নিঃসন্দেহে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে। তাই এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীকে তথ্যপ্রযুক্তি সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন সমস্যা সমাধানে পারদর্শী করে গড়ে তোলা হবে বলে প্রধান অতিথি উল্লেখ করেন।

তিনি আরো বলেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নারীর ক্ষমতায়নে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের প্রত্যন্ত এলাকায় তথ্য আপারা গ্রামে গ্রামে গিয়ে নারীদের সেবা দিচ্ছেন। এতে খুশি স্থানীয় নারীরা। মাধ্যমিক কর্মকর্তা নুরুল আমিন বলেন, নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, উঠান বৈঠকে নারীদের জীবন ও জীবিকা, বাল্যবিয়ে, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি বিষয়ক তথ্য, আইনগত সমস্যা ও প্রযুক্তির সুবিধা বিষয়ে অবহিত করেন তথ্য আপারা। পারিবারিক সহিংসতা, নারী নীতি ও যৌতুক নিরোধে সচেতনতা বাড়াতে মুক্ত আলোচনা করা হয়। এ ছাড়াও বিনামূল্যে দেওয়া হয় যাবতীয় ইন্টারনেট সেবা।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) মার্জিয়া শেখ বলেন, উপজেলার সুবিধাবঞ্চিত নারীদের দোরগোড়ায় সেবা দিতে সরকারের পদক্ষেপগুলো পৌঁছে দেওয়ার জন্য তথ্য আপা কাজ করে যাচ্ছে এবং নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে অবগত করা হচ্ছে। ওইদিন মোট ৪ টি গ্রুপ উঠান বৈঠকের মাধ্যমে ২০০ শত নারী শিক্ষার্থীদেরকে কাউন্সিলিং করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net