চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর পূর্ব নাছির মোহাম্মদ পাড়ার দরিদ্র কৃষক
মোস্তাক মিয়ার ৪টি, লোকমানের ২টি, আবদুল মান্নানের ১টিসহ ৭ গরু চুরি করে
নিয়ে যায় চোরের দল। এ সময় মোস্তাক মিয়াসহ স্থানীয়রা গরু চোরদের তাড়া করলে চোরের দল এক
রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে মিনি ট্রাক (ডাম্পার) করে ৭ গরু নিয়ে যায়। চোরাইকৃত ৭
গরুর আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
গতকাল ১৫ জুলাই ভোর রাতে চোরের দল দক্ষিণ হাশিমপুর পূর্ব নাছির মোহাম্মদ পাড়ার
দরিদ্র কৃষক মোস্তাক মিয়ার ১টি গাভি ৯০ হাজার, গর্ভবতী আরেকটি গাভি ৮৫ হাজার , ১টি ষাড় ৪৫ হাজার, ১টি গাভি ৫০ হাজার, লোকমানের ১টি গাভি ৮০ হাজার, ১টি বাছুর
৫০ হাজার, আবদুল মান্নানের ১টি বাছুর ৫০ হাজার টাকার ৭ গরু চুরি করে নিয়ে যায়।
মোস্তাক মিয়াসহ স্থানীয়রা ঘর থেকে দা-খন্তা নিয়ে বের হয়ে গরু চোরদের পিছন থেকে
তাড়া করলে চোরেরা তাদের দিকে ফাঁকা ১ রাউন্ড গুলি ছুঁড়ে গরু নিয়ে পালিয়ে যায়। চোরের
দল তাদের গরুগুলো মিনি ট্রাক (ডাম্পার) করে প্রধান সড়ক দিয়ে বাইন্যা পুকুর পাড় হয়ে
নিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, ততক্ষণে চোরের দল
গরুগুলো নিয়ে পালিয়ে যায়। তবে, চোরদের ছোঁড়া ফাঁকা গুলির খোসা উদ্ধার করে থানায়
নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান এনি বলেছেন, এটা গরু চুরি নয়, গরু
ডাকাতি হয়েছে। কৃষক মোস্তাক বর্গা চাষী হিসেবে অতি কষ্টে ৪টি গরু লালন পালন
করে আসছিল। অসহায় কৃষকের শেষ সম্বল গরু ৪টি হারিয়ে পথে বসেছে মোস্তাক।
সে পরবর্তী মৌসুমে গরু দিয়ে চাষাবাদ করতে পারবে না বিধায় এ অসহায় পরিবার বিপাকে
পড়েছে। একইভাবে আরো ২ জন কৃষকের ৩টি গরু চুরি করে নেয় চোরেরা। এব্যাপারে থানা
অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন গরু চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠান।
তবে, চোরদের গরুর মালিকেরা চিহ্নিত করতে পারেনি এবং থানায় কোনো অভিযোগ দেন
নাই। ঘটনাস্থল থেকে ১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান।