1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে একগৃহবধূর আইসিটি মামলায় আসমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সীতাকুণ্ডে একগৃহবধূর আইসিটি মামলায় আসমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৮৮ বার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন বাঁশবাড়ীয়া এলাকার গৃহবধূর চরিত্রহননের অভিযোগে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা দায়ের হয়েছে। মামলার বাদী ওই গৃহবধু তিন সন্তানের জননী।

জানা যায়,২০২১ সালে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলাটি করা হয়। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সীতাকুণ্ড মডেল থানাকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে থানা পুলিশের ছায়া তদন্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারী মেজবাহ উদ্দীন মামুন নামে ব্যক্তির মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষায় উক্ত ব্যক্তির মোবাইল থেকে পোস্ট করে গৃহবধুকে মানহানি ও হেনস্থের প্রমাণ পায় পুলিশ।

পুলিশ ঘটনার সত্যতা পেয়ে সে মোতাবেক আদালতে মেজবাহ উদ্দীন মামুনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। মামলায় ফেসবুক আইডি লিংক দিয়ে জনকে বিবাদী করা হয়েছে। মামলা নং ২৩৫/২১(চট্টগ্রাম)। তদন্তে মামলায় প্রধান আসামি করা হয়েছে বিতর্কিত পোস্টদাতা একই এলাকার মেজবাহ উদ্দিন মামুন (২২) কে। সে সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিনের পুত্র।

বাদীর আইনজীবী মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ডিজিটাল মাধ্যম ফেসবুকে বাদীনির ছবি ব্যবহার করে মানহানী করায় বাদীনি মাননীয় বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে ন্যায় বিচার প্রার্থনা করে মামলা দায়ের করেছেন। আশা করি মাননীয় ট্রাইব্যুনাল থেকে বাদীনি ন্যায় বিচার পাবেন। চলতি মাসে মামলাটির পরবর্তী দিন ধার্য্য রয়েছে।

ভুক্তভোগী মামলার বাদীনি গৃহবধূ বলেন, ‘বিবাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ব্যবহার করে মিথ্যা মানহানীকর বক্তব্য প্রচার করে চরিত্রহরণের মত অপপ্রচার চালিয়ে আমার সম্মানহানি করেছে। এতে আমি সামাজিক-পারিবারিক ভাবে হেয়প্রতিপন্ন ও চরম ক্ষতির সম্মুখীন হয়েছি। এ কারণেই ন্যায় বিচার ও প্রতিকার পেতে আদালতের দ্বারস্থ হয়ে মামলা করেছি।’ আদালত ঘটনার সত্যতা পেয়ে বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও আসামী প্রভাবশালী হওয়ায় পুলিশ আসামীকে গ্রেপ্তার করছে না।

এবিষয়ে জানতে অভিযুক্ত মেজবাহ উদ্দীন মামুনকে তার মুঠোফোন ০১৬৮৫৯৬৪২২৩ নাম্বারে কল করলে সে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই আশরাফ সিদ্দিকী বলেন, আসামি পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net