1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পানি নেমে যাওয়ায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

পানি নেমে যাওয়ায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৮৫ বার
ছবিঃ- ৩ আগষ্ট বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ গ্রামের পানি বন্দী পরিবারের চিত্র।

পানি নেমে যাওয়ায় লালমনিরহাটে বন্যা পরিস্হিতির উন্নতি। তবে বৃহস্পতিবার ৪ আগষ্ট ভোর রাত থেকে পানি কমতে শুরু করে তিস্তা ও ধরলা পাড়ের ১৭ হাজার ৩৩০ টি পরিবার পানি বন্দী হয়ে পড়লেও তা কমে জেলায় এখন প্রায় ৫০০ টি পানি বন্দী পরিবার রয়েছে। তবে যে ভাবে পানি নেমে যাচ্ছে। এতে ওই পরিবার গুলোও পানি বন্দী মুক্ত হবে। গত সোমবার ১ আগষ্ট বিকেল থেকে ভারতের বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে লালমনিরহাট জেলার ৫ উপজেলার তিস্তা ও ধরলা পাড়ের পরিবার গুলো নতুন করে পানি বন্দী হয়ে পড়েছিল। ফলে বসতঃ বাড়ী ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিল নদী পাড়ের পরিবার গুলো। এখন উঁকি দিচ্ছে নানা ধরনের পানিবাহিত রোগব্যাধি। বৃহস্পতিবার ৪ আগষ্ট সরেজমিনে গিয়ে পানি নেমে যাওয়ায় ও পানি বন্দী মুক্ত পরিবার গুলোর চিএ লক্ষ্য করা গেছে। ওই সব পরিবার গুলোর দাবী তিস্তা ও ধরলা নদী খনন করা হলে এমন বন্যার স্বীকার হবে না। তাই সরকারের প্রতি তাদের আবেদন নদী খননের। লালমনিরহাট জেলার হাতীবান্ধার তিস্তা ব্যারেজের ৪৪ টি জল কপাট খুলে দেয়া রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ৪ আগষ্ট দুপুর ১২ টা পযন্ত
তিস্তা নদীর পানি
বিপদসীমার ৩৫ সে.মি. নিচে,
ধরলার পানি
শিমুলবাড়ি পয়েন্টে
বিপদসীমার ৯২ সেঃমিঃ নিচে ও
পাটগ্রাম পয়েন্টে পানি
বিপদসীমার২৩৭ সেঃমি নিচে পানি প্রবাহিত হচ্ছে।
পানির প্রবাহ কমে যাওয়ায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নসহ লালমনিরহাট জেলায় ১৭ হাজার ৩৩০ টি পরিবার পানি বন্দী হয়ে পড়লেও তা কমে ৫০০ টি পরিবারে নেমেছে। লালমনিরহাট এান অফিস জানান, বৃহস্পতিবার সকাল থেকে এান বিতরণ করতে গিয়ে দেখতে পায় সম্পন্ন পানি বন্দী পরিবার মুক্ত হয়েছে। তবে বিভিন্ন ভাবে খোঁজ – খবর নিয়ে জানা গেছে, জেলায় এখনো প্রায় ৫০০ টি পরিবার পানি বন্দী রয়েছে। তাও রাতারাতি পানি বন্দী মুক্ত হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান , বর্তমানে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খোলা রয়েছে। তবে ভারতে পানির প্রবাহ কমে গেছে তাই তিস্তার ও ধরলার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উল্লেখ,
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী ইউনিয়ন ধরলা নদীর বন্যার পানিতে তলিয়ে গিয়ে রাস্তাঘাট, হুমকির মুখে পড়েছিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভেঙ্গে গেছে বাড়ী-ঘর।
অপরদিকে রত্নাই, স্বর্ণামতি, সানিয়াজান, সাকোয়া, চাতলা, মালদহ, ত্রিমোহীনি, মরাসতি, গিরিধারী, গিদারী, ধোলাই, শিংগীমারী, ছিনাকাটা, ধলাই ও ভেটেশ্বর নদীতে বন্যার পানিও বাড়তে শুরু করলেও বৃহস্পতিবার ৪ আগষ্ট পানি কমেছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই সব ক্ষতি গ্রস্হ পরিবার গুলোর জন্য ৮৪ মেট্রিকটন জি আর এর চাল বরাদ্দ করা হয়। যা বৃহস্পতিবার সকাল থেকে এসব চাল বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net