1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিঠাপুকুরে কৃষকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার  অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ বরখাস্ত ২ মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মিঠাপুকুরে কৃষকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খন্দকার রাকিবুল ইসলাম,রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৭৪ বার

রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নে কৃষকের কাছে থেকে কোটি টাকার আলু নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।ভুক্তভোগী কৃষকদের মধ্যে ১২ জন মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করেছে।

থানার এজাহার সূত্রে জানা যায় ব্যবসায়ী শাহাদাত হোসেন ১২ জন কৃষকের কাছে থেকে ২০৩২১৯৯ টাকা মূল্যের আলু নিয়ে ১১/০৩/২০২২ইং তারিখের মধ্যে সমস্ত টাকা জন প্রতি বুঝিয়া দেয়ার মৌখিক প্রতিশ্রুতিবদ্ধ হলেও আলু বিক্রি করার পরও এই দিব,দুই/একদিনের মধ্যে দিব বলিয়া টালবাহনা করে এযাবত পর্যন্ত টাকা পরিশোধ করে নাই।শাহাদতের দেয়া তথ্য অনুযায়ী গত ০৩/০৮/২০২২ ইং তারিখে আনুমানিক ৮.০০ ঘটিকার সময় কৃষকগণ শাহাদত হোসেনের বাড়িতে গিয়ে টাকা চাহিলে ব্যবসায়ী শাহাদত ও তার বাড়ির লোকজন গালিগালাজ করে প্রকাশ্যে বলে টাকা দিব না।আত্মসাৎ করবো।মারপিট ও মিথ্যা মামলায় ফাঁসাইয়া দেয়ার হুমকি দেয়।

ভুক্তভোগী কৃষক শহিদ মিয়া(৫৫) ও অন্যান্যরা জানায়, হুলাশুগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে আলু,ধান,পাটের ব্যবসা করে আসছে ভাংনী ইউনিয়নের জগনান্দপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শাহাদত হোসেন(৩৬) ও তার পিতা শামছুল হুদা(৬০)।একই সঙ্গে সহযোগী হিসেবে রায়পুর গ্রামের আব্দুর রহমান।দীর্ঘদিনের পরিচিত হওয়ায় নামেমাত্র বায়না নিয়ে সরল বিশ্বাসে ব্যবসায়ী শাহাদাতকে আলু দিয়েছিলো।তার দেয়া সময় অনুযায়ী কৃষকদের বকেয়া পরিশোধ না করে উল্টো এখন গালিগালাজ ও মারপিটের হুমকি দিচ্ছে।বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।আমাদের বাহিরেও অত্র এলাকার অসংখ্য কৃষক তার কাছে টাকা পায়।ঋণ করে আমরা আলু আবাদ করেছি।প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন।আমরা এর ন্যায্য বিচার চাই।

ভাংনী ইউনিয়নের রায়পুর, নয়াপাড়া গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম জানান,শাহাদাত ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে ২ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের আলু নিয়ে মাত্র ৩০ লক্ষ টাকা পরিশোধ করেছে।বাকি ২ কোটি ৬০ লক্ষ টাকা আত্মসাত করে পালিয়ে গেছে।তিনি আর এলাকায় আসেন না।কৃষকরা ব্যাংক ঋণ ও ধার দেনা করে আলু আবাদ করেছিলো।তারা এখন ঋণে জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ব্যবসায়ী শাহাদত হোসেন জানান, পুরো ইউনিয়ন মিলে আমার কাছে ৩১ লক্ষ টাকা পাবে।এর মধ্যে ১৭/১৮ লক্ষ টাকা বাকি রয়েছে।অবশিষ্ট টাকা পরিশোধ করা হয়েছে।স্টোরে আলু পঁচে যাওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি।অভিযোগকারী ১২ জন কৃষক আমার কাছে ৪/৫ লক্ষ টাকা পাবে।কোটি টাকা আত্মসাতের বিষয়টি মিথ্যে।টাকা পরিশোধের জন্য আমাকে আরো সময় দিতে হবে।

এবিষয়ে কথা বলতে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net