1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ২০২২-২৩ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক জুলাই শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দলের কোনোটি ‘উত্তীর্ণ’ হয়নি ৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ডা. জাহিদ চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু ভৈরবে বাসচাপায় দু’জন নিহত ঈদগাঁওয়ে শামসুল আলম মানবিক ফাউন্ডেশন’র অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ নির্মীতব্য ‘জুলাই জাদুঘর’-এর সূতিকাগার হবে গণভবন: শফিকুল আলম

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ২০২২-২৩ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

জেসমিন বাপ্পি, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার

‘লাভ অল সার্ভ অল’ স্লোগান কে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ২০২২-২৩ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে। ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ জামালউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার দ্বিতীয় ভাইস গভর্ণর লায়ন কোহিনুর কামাল, কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী ও জেলা কেবিনেট ট্রেজারার, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন, লিও এডভাইজার লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজেএফ, জিএলটি ও কাউন্সিল সেক্রেটারী লায়ন আশরাফূল আলম আরজু এমজেএফ এবং সিএলএফ চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্ণর লায়ন নাছির উদ্দিন চৌধুরী এমজেএফ। লায়ন রুনা আনসারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সার্ভিস ও রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের গতবারে প্রেসিডেন্ট অপরিবর্তীত থাকায় সদ্য বিদায়ী সেক্রেটারি লায়ন ইলিয়াছ মির্জা নতুন কমিটির সেক্রেটারি লায়ন আবু নাইম বোরহানউদ্দিনের কাছে (২০২২-২৩) লায়ন সেবা বর্ষের দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে ক্লাবের পারমেন্টে প্রজেক্ট ঘাসফুল পরাণ রহমান স্কুলের মাসিক চেক ও ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড প্রজেক্টএর রোহন দাশ এর চেক হস্তান্তর করা হয়। চেগুলোগ্রহণ করেন ঘাসফুল পরাণ রহমান স্কুলের অধ্যক্ষ মাহমুদা আক্তার ও রোহন দাশের পক্ষে লায়ন শিপ্রা বড়ুয়া। এছাড়া এতিম মেধাবী শিক্ষার্থী বিবি মরিয়মের লেখাপড়ার দায়িত্ব নেন লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এর ক্লাব সার্ভিস ও রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম।
একইদিন লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ক্লাব লিও এডভাইজর, জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন পারভীন মাহমুদ এফ.সি.এ, এম.জে.এফ, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন নিশাত ইমরান, জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা, সহ সভাপতি লিও আতিক শাহারিয়া সাদিফ, কোষাধ্যক্ষ লিও শওকত হোসেন, সহ.কোষাধ্যক্ষ লিও মেহেদী হাসান নয়ন, গেট টিম এর লিও ইসমাইল আজিজ আলভি উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪ এর ক্লাব রিজিওন ডিরেক্টর ও লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ক্লাব ডিরেক্টর লিও খাবির উদ্দিন প্রভাত। এসময় আরো উপস্থিত ছিলেন ১ম সহসভাপতি লায়ন আবেদা বেগম, সদ্য প্রাক্তন সেক্রেটারি লায়ন ইলিয়াস মির্জা, লায়ন হাবিবুর রহমান, লায়ন জেসমিন আক্তার বাপ্পী, লায়ন শারমিন নাজনীন ডালিয়া, লায়ন রাইসা ফাতিমা, লাযন সিজারুল ইসলাম, লায়ন মোহাম্মদ শাহজাহান, লায়ন দিদারুল আলম চৌধুরী, লায়ন ফারজনা হাসিনসহ লিওগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net