1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকোরিয়া প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে জামায়াতে ইসলামী দেশ ছেড়ে দেবে না- রফিকুল ইসলাম খান লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক অবিলম্বে বন্যা নিয়ন্ত্রণ ও পুনর্বাসনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি ঢাকাস্থ ফেনীবাসীর মিটফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে: নাহিদ ইসলাম দুদকের মামলায় ড. আবুল বারকাত কারাগারে পুরান ঢাকায় হত্যার পর লাশ ঘিরে প্রকাশ্যে উল্লাস, সব আসামি শনাক্ত

চকোরিয়া প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

শাহরিয়ার মাহমুদ, চকোরিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৪৩ বার

চকোরিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১৭আগস্ট) বিকাল পৌঁনে পাঁচটায় অত্রক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন চকোরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধুরী।
ক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নির্বাহী সদস্য মজিদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সৈয়দ সাহাবউদ্দিন মাহমুদ, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক চকোরীর সম্পাদক একে এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা সরওয়ার আলম, জাতীয় পার্টি বিদিশা এরশাদ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, ক্লাবের দাতা সদস্য দুবাই প্রবাসী মুহাম্মদ মোজাম্মেল হক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুর রহমান, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন সাকিব, সাংবাদিক বশির আল মামুন ও মোহাম্মদ উল্লাহ।
এসময় পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, ফুলতলা মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক বিজন কুমার দাশসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চকরিয়া প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হৃদয়টা ছিল কোমল ও অসীম; যা কখনো মাপা যায় না। সাগরের গভীরতা পরিমাপ করা যায়। কিন্তু তার হৃদয়ের গভীরতা পরিমাপ যাবে না। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তিনি ছিলেন একজন বিশ্বমানের ক্যারিশমেটিক নেতা।

বঙ্গবন্ধুকে নিয়ে সারাদিন আলোচনা করলেও তার কথা শেষ করা যাবে না উল্লেখ করে বক্তারা আরো বলেন, তার স্মরণ শক্তি ছিলো অসাধারণ। তিনি বাঙ্গালীর সকল কৃষ্টি, গৌরব, ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামসহ প্রত্যেক স্তরে মিশে আছেন।
যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করবে তাদের দেশে থাকারও অধিকার নেই বলে মন্তব্য করেন বক্তারা বলেন, যিনি বাঙালি জাতির স্বাধীনতার জন্য বহুবার অত্যাচার নির্যাতনসহ জেলের ঘানি টেনেছেন। বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন ভুখন্ড প্রতিষ্ঠার অবিসংবাদিত নেতা। তাই পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য রাষ্ট্রনায়ক হিসেবে সকলের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবেন।
পরে বঙ্গবন্ধুসহ নিহত শহীদদের রুহের মাগফিরাত এবং বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এ.কে.এম বেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net