1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ম্যানেজিং কমিটি গঠনে সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার নিবন্ধন পেলো এনসিপিসহ তিন রাজনৈতিক দল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ম্যানেজিং কমিটি গঠনে সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৬০ বার

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পূর্ব করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে সহকারি শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তফসিল অনুযায়ী ২২ আগষ্ট প্রতীক বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি। অভিযোগ উঠেছে কিছু প্রার্থীর পক্ষে পাতিত্ব করার। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে সহকারি শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক রিটানিং কর্মকর্তা হিসাবে ১০ আগষ্ট তফসিল ঘোষনা করেন।

তফসিল অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠনের জন্য ২ জন পুরুষ ২জন মহিলা অভিভাবক সদস্য নির্বাচন করবেন। এ লক্ষে রিটানিং কর্মকর্তা সীমান্ত কুমার বসাক স্বাক্ষরিত তফসিলে উল্লেখ্য রয়েছে ১৬ আগষ্ট মনোনয়ন বিতরণ ও জমাদান, ২১ আগষ্ঠ বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২২ আগষ্ট প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ, ৩০ আগষ্ট ভোট গ্রহন। নির্বাচনে ১২ জন অভিভাবক অংশগ্রনের জন্য মনোনয়ন গ্রহন করলেও চতুর শিক্ষা কর্মকর্তা ৪ জনের মনোনয়ন বাতিল করে আরো ৩ জনকে প্রত্যাহার করান। গতকাল ২৮ আগষ্ট রবিবার বিষয়টি এ প্রতিনিধি নজরে আনলে তরিঘরি করে রিটানিং কর্মকর্তা ২৮ আগষ্ট রবিবার বিদ্যালয়ে গিয়ে প্রতিক বরাদ্দ দিয়ে নির্ধারিত তারিখে ভোটের ব্যবস্থা করেন। যা নিয়ে এলাকার অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। এ ব্যপারে বিদ্যালয় প্রধান শিক্ষক আইটিএম একরামুল হক বলেন, তফসিল অনুযায়ী ভোট হচ্ছে কিন্তু ভোটের একদিন আগে প্রতিক বরাদ্দ এটা একটু গড়িমসি হয়েছে। তাছাড়া আমরা শিক্ষকরা তো বিপদে আছি আমাদের তেমন কিছু করার নেই। এটা রিটানিং কর্মকর্তার বিষয় স্যার আজকে আমাকে প্রাথীদের উপস্থিত করতে বলেছেন আমি তাদের খবর দিয়েছি।

সহকারি শিক্ষা কর্মকর্তা ও রিটানিং অফিসার সীমান্ত কুমার বসাক মুঠোফনে বলেন,সব ঠিকঠাকমতো হচ্ছে, প্রতিক বরাদ্দের একদিন পরে ভোট কেন জিজ্ঞসা করা হলে তিনি বলেন , সেটা তেমন কোন বিষয় না। প্রার্থীদের সে ভাবে আমি বলে দিয়েছি। রানীশংকৈল উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন বলেন, সিডিউল অনুযায়ী নির্বাচন হবে এটাই নিয়ম। নির্বাচনে কোন সমস্যা থাকলে রিটানিং কর্মকর্তা তফসিল পরিবর্তন করবেন। কিন্তু তড়িঘরি করে প্রতিক বরাদ্দ দেওয়াটা তিনি ঠিক করেনি। এ প্রসঙ্গে রানীশংকৈল উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বিষয়টি আমি জানি না যেহেতু আপনি বললেন, অনিয়ম থাকলে খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net