1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর বাবা-ভাই কারাগারে, গণধর্ষণের শিকার হলো ১৬ বছরের মেয়ে ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নিম্নমানের ইট ও খোয়া দিয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ ! চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার থানায় অভিযোগ চন্দনাইশে হেফজখানার শিক্ষার্থীকে প্রহার করেছে শিক্ষক চন্দনাইশ হাজীর পাড়া পিতা-মাতার কবরের পাশে সায়িত হলেন তিনি ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ক্ষমতার দাপটে অফিস করছেন সাসপেন্ড প্রকৌশলী দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানা হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেতা কর্মীগণ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর বাবা-ভাই কারাগারে, গণধর্ষণের শিকার হলো ১৬ বছরের মেয়ে !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৮ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের ১৬ বছরের এক কিশোরী কারাগারে থাকা কৃষক বাবা ও ভাইদের দেখতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন ঐ কিশোরী।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন।
পুলিশ জানায়, গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) ঐ কিশোরী তার গ্রামের বাড়ি থেকে ঠাকুরগাঁও কারাগারে থাকা বাবা ও ভাইদের দেখতে আসার পথে বালিয়াডাঙ্গী সিএনজি (পাগলু) ষ্ট্যাণ্ডে আসে। ধর্ষিতা কিশোরী নাম উল্লেখ করে বলেন, সিএনজিতে উঠার সময় একই গ্রামের বাবুল, তালেব, আসলাম সহ ৫ জনের একটি দল সিএনজিতে উঠে পরে। ঠাকুরগাঁও রোড এলাকায় আসলে কিশোরীর পেটে ছুরি লাগিয়ে একটি গুদাম ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আটকিয়ে রেখে রাতের বেলা পালাক্রমে ধর্ষণ করে। পরে সঙ্গা হারিয়ে ফেললে মরে গেছে বলে গভীর রাতে গোবিন্দনগর ইক্ষু ফার্মের রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পথচারীরা দেখতে পেয়ে ৯৯৯ কল করলে, পুলিশ এসে মাথা ফাটা অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ে ভর্তি করে। এ সময় তার গলায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন পাওয়া যায়।
ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি বালিয়াডাঙ্গী থানার আওতায়। সেই থানার ওসিকে অবগত করা হয়েছে। তাদের মধ্যে জমি সংক্রান্ত দ্বন্দ্ব আছে বলে জানা যায়। যে সকল আসামীদের নাম বলেছে তারা সকলেই তার মামাতো ও ফুপাতো ভাই। অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনজীবী আলী আকবর বলেন, একটি মহল সু-পরিকল্পিত ভাবে পরিবারটিকে নি:স্ব করার জন্য এই সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতাই অনেকটা দায়ি বলে মনে করেন এই আইনজীবী।
উল্লেখ্য, গত বুধবার (৩১ আগষ্ট) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগে ঐ কিশোরীর পিতাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এই সংবাদ পেয়ে ছেলে ইউএনও অফিসে গিয়ে ক্ষমা প্রার্থণা করলে ছেলেকেও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর আগে তার আরেক ভাইকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন প্রতিপক্ষরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net