1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিঠাপুকুরে ক্রয়কৃত সম্পত্তিতে প্রতিপক্ষের হামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নিম্নমানের ইট ও খোয়া দিয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ ! চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার থানায় অভিযোগ চন্দনাইশে হেফজখানার শিক্ষার্থীকে প্রহার করেছে শিক্ষক চন্দনাইশ হাজীর পাড়া পিতা-মাতার কবরের পাশে সায়িত হলেন তিনি ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ক্ষমতার দাপটে অফিস করছেন সাসপেন্ড প্রকৌশলী দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানা হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেতা কর্মীগণ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন

মিঠাপুকুরে ক্রয়কৃত সম্পত্তিতে প্রতিপক্ষের হামলা

রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৮৭ বার

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়েরমাথা নামক স্থানে চারলেন রাস্তার পাশেই গত ডিসেম্বর মাসে দলিলমূলে ২৫ শতাংশ জায়গা ক্রয় করেন উপজেলার রশিদপুর মন্ডলপাড়া গ্রামের মমদেল হোসেন মন্ডলের পুত্র,মোঃ রতন মন্ডল। ক্রয়করা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলমান অবস্থায়, মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকালে হঠাৎ করে ওই জমিতে অবৈধভাবে প্রবেশ করে উত্তরদিকের নির্মাণাধীন প্রাচীর ভেঙ্গে দেয়ার চেষ্টা করেন দূর্বৃত্তরা। ওই জমিতে থাকা একটি টিনশেড ঘরও ভেঙ্গে ফেলা হয়। নির্মাণ কাজ চলা অবস্থায় উভয় পক্ষের মধ্যে আবারো সংঘাতের সম্ভবনা রয়েছে বলে জানান স্হানীয়রা।

জানা গেছে, উপজেলার মিঠাপুকুর ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের প্রবেশদ্বার গড়ের মাথায় রশিদপুর মৌজায় রতন মন্ডলের ২৫ শতক জমি রয়েছে। ওই জমির পাশে শফিউল আলম নামে এক ব্যক্তির পৈতৃকসুত্রে পাওয়া ২০ শতাংশ জমি ছিলো কিন্তু ফোরলেন রাস্তার কাজে সরকার তার সেই জমিটি অধিগ্রহণ করেন।শফিউলের জমির পূরো ২০ শতাংশ জমি অধিগ্রহণ হলে তিনি রতনের ক্রয়কৃত অন্য একটি জমির তিন শতাংশ জায়গা নিজের বলে দাবি করেন। এরই সূত্র ধরে রতনের ক্রয়কৃত জায়গাটি দখলের উদ্দেশ্য গত বুধবার শফিউল গং- তার স্বজন ও বহিরাগত লোক দিয়ে আকস্মিকভাবে ওই জমিতে তাদের ৩ শতক জমি রয়েছে বলে দাবি তুলে নির্মাণাধীন প্রাচীর ভেঙ্গে ফেলেন। এসময় স্হানীয়রা বাঁধা প্রদান করলেও বাঁধা উপেক্ষা করে সেখানে থাকা টিনশেডের একটি ঘর ভেঙ্গে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে কে-বা কাহারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হলে দুর্বৃত্তরা সেখান থেকে সটকে পড়েন।

রতন মন্ডল বলেন, আমি জমি কিনে নিয়েছি। আমার বৈধ কাগজপত্র আছে। তাদের কাগজপত্র থাকলে তারা নিয়ে আসুক কিন্তু তারা কোন কাগজপত্র দেখায় না। এ নিয়ে থানায় একাধিকবার শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় শফিউল কাগজ দেখাতে ব্যার্থ হয়ে পেশিশক্তির মাধ্যমে লোকজন দিয়ে আমার জমি দখলের চেষ্টা ও বিভিন্নভাবে হয়রানি করছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

শফিউল আলম বলেন, জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে রতন মন্ডল আমাকে রাজনৈতিকভাবে হয়রানির চেষ্টা করছেন। সেখানে আমার জমি রয়েছে,আমার একটা ঘরও আছে। জায়গা মাপা হলে আমার জমি আছে কি-না তা জানতে পারবেন!

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মিমাংসার চেষ্টা করা হয়েছে। তারপরও কারো আপত্তি থাকলে তারা মামলা করতে পারে। এ বিষয়ে আমাদের কোন মন্তব্য নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net