 
																
								
                                    
									
                                 
							
							 
                    শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও নকলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফৌজিয়া হক (৫৫) আর নেই। তিনি সোমবার দুপুর পৌণে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহিৃৃ.রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, ফৌজিয়া হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মোজাম্মেল হক মাস্টারের ছোট মেয়ে এবং নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিনের বড় বোন ছিলেন।
১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে কায়দা-বাজারদি গোরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।