1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ধর্মীয় অনুষ্ঠানে কিলোমিটার জুড়ে আলোকসজ্জা ও মাইকের শব্দ দুষণ জনজীবন অতিষ্ট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন- মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে জুলাই শহীদদের গল্প: মাহমুদুর রহমান বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা: টেলিগ্রাফ শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩০ ইউনিট জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক- মির্জা ফখরুল এনসিপি ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর

রাউজানে ধর্মীয় অনুষ্ঠানে কিলোমিটার জুড়ে আলোকসজ্জা ও মাইকের শব্দ দুষণ জনজীবন অতিষ্ট

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২১৭ বার

রাউজানের শব্দ দুষণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন এভাবে চলতে থাকলে মানুষ শ্রাবন প্রতিবন্ধি হয়ে পড়বে। স্থানীয় জনসাধারণের অভিযোগ উপজেলা ও পৌর সভা এলাকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হলে এক থেকে দেড় কিলোমিটার এলাকা জুড়ে মাইকের হর্ণ বেঁধে রাতদিন বিরতিহীণ ভাবে মাইক চলানো হয়। মাইকের শব্দে অফিস, আদালত কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া ব্যাঘাত ঘটে। এমন অবস্থার মধ্যে বর্তমান চলমান এইচএসসি পরীক্ষার সময়ও চলছে মাইকের শব্দ দুষণ। স্থানীয়রা জানিয়েছে, গতকাল ২৯ নভেম্বর মঙ্গলবার রাউজান পৌরসভার কাশঁখালীকুলে রাউজান ইলেক্টিশিয়ান কল্যাণ সমিতির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহা ইয়াজদোহুম অনুষ্ঠানে মাইকের হর্ণ লাগানো হয়েছে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে। একই সাথে বিদ্যুৎ অপচয় করে আলোকসজ্জা করা হয় প্রায় এক কিলোমিটার এলাকায়।

মাহফিলের স্থান কাশঁখালীকুল হতে পৌর সদর জলিল নগর বাস ষ্টেশন হয়ে চট্টগ্রান-রাঙ্গামাটি মহা সড়ক জুড়ে আলোকসজ্জা করা হয়েছে। স্থানীয় জনসাধারণ বলেছেন সরকার জ্বালানী সাশ্রায়ী হওয়ার জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানিয়ে আসলেও আয়োজকরা উল্টো পথে হেঁটে জ্বালানীর অপচয় করছে। বিষয়টি নিয়ে কথা বললে ইলেক্টিশিয়ান সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল বলেন তারা পৌরসভা, থানা, উপজেলা প্রশাসনের কাছ থেকে মহাফিলের জন্য অনুমতি নেয়া হয়েছে মৌখিক ভাবে। তাবে কতটি মাইক ও কতটুকু আলোকসজ্জা করা হবে তার জন্য কোনো অনুমতি নেয়নি। তিনি দাবি করেন, জেনারেটর থেকে আলোকসজ্জা চালানো হচ্ছে। বাস্তবে দেখা যায়, বিদ্যুৎ মিটার থেকে সংযোগ নিয়ে আলোকসজ্জায় ব্যবহার করছে। এ ব্যাপারে সমিতির প্রচার সম্পাদক বিদ্যুৎ সঞ্চালন লাইনের তিনটি মিটার থেকে সংযোগ নিয়ে আলোকসজ্জা চালনো হচ্ছে জানান। এ ব্যাপারে জানতে চাইলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, মাহফিলে বাঁধা নেই। মাহফিল এলাকার বাইরে মাইকের হর্ণ বাঁধা হলে ব্যবস্থা নেয়া হবে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বলেন, মাহফিল স্থানে পুলিশ পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net