1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শীত আসলেই লালমনিরহাটের সীমান্ত গুলোতে বেড়ে যায় চোরাচালান আর বিএসএফ এর গুলিতে জীবন দিতে হয় অনেকেরই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

শীত আসলেই লালমনিরহাটের সীমান্ত গুলোতে বেড়ে যায় চোরাচালান আর বিএসএফ এর গুলিতে জীবন দিতে হয় অনেকেরই

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ বার

শীত আসলেই
লালমনিরহাটের সীমান্ত গুলোতে বেড়ে যায় চোরাচালান আর বিএসএফ এর গুলিতে জীবন দিতে হয় অনেকেরই। সীমান্তবর্তী জেলা লালমনিরহাট শীতের আগমন ও ঘন কুয়াশাকে পুঁজি করে ভারতের কাটাতার বিহীন বিভিন্ন এলাকা দিয়ে গরু পারাপারের সিন্ডিকেট বেশ সক্রিয় হয়ে উঠেছে, যার কারনে প্রতি নিয়ত ঘটছে সীমান্তে হত্যা।
ভারতীয় সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিন গরুসহ বিভিন্ন মাদক পাচার করে আসছে চোরা কারবারী চক্র। ঘন কুয়াশা রাত হলেই সীমান্তের বিভিন্ন স্থানে চোরাকারবারীদের আনাগোনা অনেক অংশে বেড়ে যায়। রাতভর সীমান্ত হয়ে বিভিন্ন পন্য আনা নেয়া করে এ চক্রটি, যার কারণে কয়েকগুন বৃদ্ধি পেয়েছে সীমান্তে হত্যার সংখ্যা।
জানা যায়, লালমনিরহাট ২৫.৪৮ ডিগ্রি থেকে ২৬.২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩৮ ডিগ্রি থেকে ৮৯.৩৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে জেলাটির অবস্থান। জেলার উত্তরে অবস্থিত ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি, দক্ষিণে রংপুর, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার, এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা।
এ ছাড়াও জেলাটি ঘিরে রয়েছে কয়েকটি নদনদী। উত্তরে ধরলা ও দক্ষিনে তিস্তা নদী। সীমান্তবর্তী কাঁটাতারের বেড়াবিহীন ৭৪ কিঃমিঃ রয়েছে উম্মুক্ত। সীমান্ত উন্মুক্ত থাকায় ওই দূর্বলতার সুযোগ ও ঘন কুয়াশার ফলে ভারতীয় এবং বাংলাদেশি গরু পাচারকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিন শতশত ভারতীয় গরু বিভিন্ন হাট বাজারে দেশী গরুর সাথে মিশিয়ে বিক্রি হচ্ছে।
জেলাটিতে সর্বমোট ২৮৫ কিঃ মিঃ ভারতীয় সীমান্ত রয়েছে। ওই সীমান্তের মধ্যে প্রায় ৭৪ কিঃমিঃ কাঁটাতারের বেড়াবিহীন। কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তগুলো দহগ্রাম, দৈইখাওয়া, কালীগঞ্জ, চাপারহাট, গোড়ল, ভূটিয়ামঙ্গল, দূর্গাপুর ও মোগলহাট। এসব সীমান্ত ছাড়াও চোরাই পথ দিয়ে প্রতিনিয়ত আসছে ভারতীয় গরু। এসব গরু অবাধে বিক্রি হচ্ছে কুড়িগ্রাম জেলার কাঁঠাল বাড়ী,লালমনিরহাট সদরের বড়বাড়ি ও জেলার কালীগঞ্জ শিয়াল খোয়াহাট, হাতিবান্ধা’র চামটার হাট, চাপারহাট, আদিতমারীর দুরাকুটি হাটসহ বিভিন্ন হাটে। চোরাই পথে আসা ভারতীয় গরু গুলো স্হানীয় হাট-বাজার ছাড়াও প্রকাশ্য ট্রাক ভর্তি করে পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
একটি সুত্র জানান, লালমনিরহাট ২৮৫ কিঃমিঃ সীমান্তে ১৫ বিজিবি, রংপুর ৫১ বিজিবি ও রংপুর ৬১ বিজিবি দায়িত্ব পালন করে আসছে। সীমান্তে কঠোরভাবে দায়িত্ব পালনের সুবিধার্থে পৃথক পৃথক ৩টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। আইন শৃংখলা বাহিনী তল্লাশীতে গিয়ে হাটের স্লীপ দেখে ফিরে আসে। প্রকৃত অর্থে এটা অযুহাত মাত্র। এক জোড়া ভারতীয় গরু পাচার হয়ে আসলে সীমান্ত রক্ষীবাহিনী, অন্যান্য বাহিনী, রাজনৈতিক কর্তাগণ রেসিও অনুয়ায়ী অর্থ পেয়ে থাকে। ওই গরুর অবৈধ অর্থের কারণে সীমান্তবর্তী সংলগ্ন হাটের ইজারাদার চেয়ারম্যান-মেম্বারগণ কোটি টাকার মালিক বনে গেছেন। অনেকে গরু ব্যবসার পাশাপশি হুন্ডির ব্যবসাও করছে।
রহস্যজনক কারণে আইন শৃংখলা বাহিনীর সদস্যগণও কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এভাবে চোরাইপথে গরু আসলে দেশী খামারিদের পথে বসতে হবে এমন দাবী খামারীদের।
কয়েকটি সীমান্ত ঘুরে দেখা যায়, দিনের বেলায় কৃষি কাজের নাম করে ভারতীয়রা যেমন বাংলাদেশে অবাদে প্রবেশ করছেন তেমনি বাংলাদেশীরাও ভারতের অভ্যন্তরে অবাধে প্রবেশ করছেন। এসব লোকজনের অনেকের রয়েছে ২দেশের জাতীয় পরিচয়পত্র। মাদক ব্যবসায়ীরা ২ দেশের জাতীয় পরিচয়পত্র নিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে অরক্ষিত সীমান্ত পথ দিয়ে ভারতে গিয়ে অবস্থান করছে। আর এভাবেই চলছে সীমান্ত পথে ২ দেশের মানুষের অবাধ যাতায়াত।
এসব চোরাকারবার প্রতিরোধে স্হানীয় খামারিরা সরকারের বিভিন্ন উচ্চমহলের প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ ও কঠোর হস্তেনিয়ন্ত্রণের দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net