1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

কুবিতে ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ বার

‘বিশুদ্ধ বায়ু পরিষ্কার পরিবেশ, সবুজ পৃথিবী সবুজ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২২ পালন করা হয়েছে। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

মঙ্গলবার( ১৩ ডিসেম্বর) সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ড. মোহা. হাবিবুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

উপাচার্য বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। ব্যক্তি নিজের চেষ্টায় পরিছন্ন থাকতে হবে। সুস্থ্য সুন্দর পরিবেশের জন্য নিজের পরিবর্তন প্রয়োজন। নতুন বছরের শুরুতেই ডাস্টবিনের ব্যবস্থা করা হবে।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে জনসংখ্যা বেশি।আমরা গাছপালা কেটে ফেলছি, বায়ু দূষণ হচ্ছে, বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের এগুলো প্রতিহত করতে হবে। আমরা সবুজ ক্যাম্পাস চাই, সবুজ বাংলাদেশ চাই, তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।

এসময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম