1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাফর আলম এমপি’র সাথে খুটাখালী স্বাধীনতা উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবিতে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এক্স-রে মেশিন কার্যক্রমের উদ্বোধন আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার : সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি তীব্র গরমে ক্লান্ত শ্রমজীবীদের স্বস্তি ‘এক গ্লাস শরবত’ ঠাকুরগাঁওয়ে হরিপুরে বাসঝাড় এখন বাবুই পাখির শেষ আশ্রয় । মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা গোদাগাড়ীতে গ্রেফতার অভিযানে পুলিশের উপর হামলা, আহত-১ মাগুরায় সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে স্যালাইন ও সুপিয় পানি বিতরণ স্থানীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার -সৈয়দপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক ও জাহাঙ্গীর আলম তিতাসে ফসলী জমি থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৪, আটক-১ চন্দনাইশে গৃহবধুর আত্মহত্যা

জাফর আলম এমপি’র সাথে খুটাখালী স্বাধীনতা উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৭৫ বার

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চিন্তা চেতনাকে বুকে ধারণ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তৎপরবর্তী সময়ের বিভিন্ন ঘটনা প্রজন্ম থেকে প্রজন্মকে ছড়িয়ে দেওয়ার লক্ষে সম্প্রতি গঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী স্বাধীনতা উৎসব উদযাপন কমিটির প্রতিনিধিরা চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম এমপির সাথে এক সৌজন্য সাক্ষাৎ সভায় মিলিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় চকরিয়াস্থ এমপির নিজস্ব কার্যালয়ে নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ মিলিত হয়ে স্বাধীনতা উৎসব উদযাপনের নানা বিষয়ে মতবিনিময় করেন।

এসময় এমপি জাফর আলম বলেন, স্বাধীনতা উৎসব উদযাপন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযাত্রী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। আশাকরি দলের নেতৃবৃন্দ উৎসবে উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করে যাবেন।

একইদিন রাতে নেতৃবৃন্দরা চকরিয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আবু মুছা’র সাথে সৌজন্যে সাক্ষাত করেন। এসময় তিনি বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ দেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বাহাদুর হক, উৎসব কমিটির আহবায়ক শেখ বশির আহমদ হেলালী, সদস্য সচিব মাষ্টার রেজাউল করিম রেজু, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা এম. বেলাল আজাদ, সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ শাহজালাল, সহসভাপতি শফিকুর রহমান শফি মেম্বার, সদস্য ও প্রচার সম্পাদক শামসুল আলম, ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক এসএম মনজুর, ৩নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক আকতার কামাল, ১নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক শফিউল আজম, ইউনিয়ন আ’লীগ সদস্য কামাল উদ্দীন, ৪নং ওয়ার্ডের আলী আহমদ ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

সভায় আগামী ১১ মার্চ স্বাধীনতার উৎসবে স্বাধীনতা সংগ্রামের সারথী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, উপজেলা আ’লীগের সভাপতি-সাধারন সম্পাদক, জেলা পরিষদ সদস্যা এমপি তনয়া ও ইউনিয়নের প্রবীণ আ’লীগ নেতাদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেয়ার প্রস্তাব করা হয়েছে।

একইসাথে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে আগামী ৪ ফেব্রুয়ারী বাদে জোহর কিশলয় স্কুল মিলনায়তনে পরবর্তী প্রস্তুতি বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ইউনিয়ন আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উদযাপন কমিটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম