1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাহ মাওলানা আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারতন্ত্রের রাজনীতি দেশের মানুষ আর গ্রহন করবে না – ড. শফিকুল ইসলাম মাসুদ ‘দেশে আ. লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’- ড. আসাদুজ্জামান রিপন শহীদ আবু সাঈদের ঋণ শোধ করা সম্ভব নয়- এটিএম আজহারুল ইসলাম ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা বর্তমানে দেশে ৮০ লাখ মাদকাসক্ত রয়েছে: সেমিনারে বক্তরা  আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ সোনাইমুড়ীতে জুলাই শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর এতিমদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন  বিএনপি ও আত্ম সমালোচনা ইসলামী ব্যাংকের সাথে ড্যাফোডিল কম্পিউটারস-এর চুক্তি পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী

শাহ মাওলানা আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৯২ বার

পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই ( রাহঃ) পীর ছাহেব খুটাখালী এর হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল ১০ টা থেকে প্রতিযোগিতা শুরু করে দুপুর নাগাদ শেষ করা হয়।

খুটাখালী হাফেজ আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ইউনিয়নের গর্জনতলী পীর বাড়ি মসজিদে আয়োজিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ মিজবাহ উদ্দীন ও ডুলাহাজারা বৈরাগিরখীল তাহফিজুল কোরআন হাফেজখানার শিক্ষক মোহাম্মদ ইসলাম বাহাদুর।

স্মৃতি সংসদের সভাপতি আবদুল্লাহ সাঈদীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন হাফেজখানার ১০ জন ছাত্র অংশ গ্রহন করেন। এতে ১ম/২য়/৩য় স্থান অধিকারীকে আগামী ১৫ রমজান ইফতার মাহফিলে পুরস্কৃত করা হবে বলে আয়োজক সুত্রে জানা গেছে।

এসময় সংসদের সহ সভাপতি আবদুল মান্নান, সহ সাধারন সম্পাদক নাইম সাজু, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ প্রচার সম্পাদক রিদুয়ান সাঈদ, ধর্ম সম্পাদক আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আরফাতুল ইসলাম, সদস্য মইন উদ্দীন, মোহাম্মদ বেলালসহ বিভিন্ন হেফজখানা থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net