1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে রিসিভার মামলায় সরকারি রাজস্বের জমি দখল ও দালান নির্মানের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদক ও অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ করতে চান ঈদগাঁও থানার ওসি সিফাত ঈদগাঁওয়ে সেচ নালা বন্ধ, সবজি ক্ষেত ডুবে নষ্ট বাঁশখালীতে জায়গা-জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে খালের পাড় দখল করে বসতভিটা, চলাচলে ভোগান্তি ঈদগাঁওয়ে স্কুল ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু ঈদগাঁওয়ে ২৭ লিটার চোলাই মদ ও টমটমসহ ব্যবসায়ী গ্রেপ্তার ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদীর স্মরণে দোয়া মাহফিল

খুটাখালীতে রিসিভার মামলায় সরকারি রাজস্বের জমি দখল ও দালান নির্মানের অভিযোগ

সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৯৪ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়া উপজেলা সহকারী ভুমি কর্মকর্তার (এসিল্যান্ড) আদেশ অমান্য করে খুটাখালী হরিখোলায় রিসিভার মামলয় নিলাম খরিদ মুলে প্রাপ্ত জমি জবর দখল করে সমুহের জমিতে স্থায়ী দালান নির্মান অব্যাহত রেখে জমির মালিককে প্রান নাশের হুমকি দিচ্ছে বলে গুরতর অভিযোগ উঠছে।

বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ভোক্তভোগির লিখিত অভিযোগের ভিত্তিতে ইউএনওর একটি আদেশ বাস্তবায়নে চকরিয়া থানা পুলিশের একটি টিম গত ২৩ মার্চ সরজমিন পরিদর্শনে গিয়ে ভূমিদস্যুতায় জড়িত সন্ত্রাসীদের ধাওয়া করে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখতে ইউএনওর বরাত দিয়ে চকরিয়া থানার ওসির কঠোর নির্দেশনার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

আদেশ অমান্য করলে ভূমিদস্যুতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

অভিযোগে জানা গেছে, চকরিয়া এসিল্যান্ড কতৃক নিলাম ডাকের মাধ্যমে সরকারীভাবে রিসিভার মামলা নং-০২/২০২৩-২৪ মুলে জমির নিলাম খরিদ ও রাজস্ব দিয়ে প্রাপ্ত জমির মালিক উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডর হরিখোলা গ্রামের বাসিন্দা মৃত আজিজুল ইসলামের পুত্র মোঃ আবুল মনছুর গং।

অন্যদিকে মামলার বিবাদী অহিদুল আলম, পিতা: মৃত ইউছুপ আলী, ইউছুপ নবী, আবু ছিদ্দিক পিতা: অহিদুল আলম, আবুল কাশেম পিতা: মো: হানিফ বৈদ্য, মিনু আরা বেগম স্বামী: আবুল কাশেম মো: ফাহিম পিতা: আবু তাহের, নুরুল আলম প্রঃ বাশিক্যা, পিতা: আলী আহমদ সর্বসাং: হরিখোলা, জসিম উদ্দিন পিতা: ইসলাম প্র: ইছুলু সাং: জয়নগর পাড়া, কামাল উদ্দিন, পিতা: হাজী সুলতান আহামদ সাং: পূর্বপাড়া, আরিফুল ইসলাম সহ হরইখোলার বেনামি অনেক ভূমিদস্যুরা আইনের কোনরুপ তোয়াক্কা না করে দালান নির্মান ও ধান রোপন করে সরকারী আদেশ নামায় বাধাঁ প্রদান করে তপশিলি জমি জোর জবর দখলে জড়িয়ে পড়েছে।

সুত্র মতে,খুটাখালী মৌজার বি.এস খতিয়ান নং-৩৮, ৭৯, ৫১১, ১৮৮৮ বি.এস দাগ নং-৩৫৫২, ৩৫৫৩, ৩৫৪৩, ৩৫৫৪,, ৩৫৮৭, ৩৫৮৪, ৩৫৯০ এর ৩ একর দশমিক ৫৮ শতক জমির অন্তত আট লক্ষ টাকা সর্বোচ্চ রাজস্ব দিয়ে ১৮/০৯/২০২৩ইং তারিখে করা রিসিভার মামলা নং-০২/২৩-২৪ইং মুলে ও চকরিয়া এসিল্যান্ডের প্রতিনিধি সার্ভেয়ার কর্তৃক মেপে দেওয়া জমির বৈধ মালিক মোঃ আবুল মনছুর গং।

কিন্ত, উপরোক্ত মামলার বিবাদীরা দুর্লোভের বশীভূত হয়ে এবং বাদীর পরিবারের লোকজন এলাকায় অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে সরকারী রিসিভার মামলা নং-০২/২০২৩-২৪ মুলে জমির নিলাম খরিদ ও রাজস্ব মালিক হওয়ার বিষয়ে বিস্তারিত জানতে পেরেও সমুহ জমি জোর জবর দখলের পায়তারা করছে।

চকরিয়া থানার এসআই মনিরুল সংগীয় পুলিশ ফোর্স নিয়ে জমির জবর দখল ঠেকিয়ে চলমান নির্মান কাজ বন্ধ করে শান্তি সৃংখলা বজায় রাখতে চকরিয়া ইউএনওর বরাদ দিয়ে চকরিয়া থানার ওসির নির্দেশ বাস্তবায়ন করেন। তবে এর পরও বিবাদীরা বিভিন্ন ভাবে হুংকার অব্যাহত রেখেছে দাবী করে বাদী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net