1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ফসলী জমি থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৪, আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মবের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল: মির্জা ফখরুল নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

তিতাসে ফসলী জমি থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৪, আটক-১

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ বার

কুমিল্লার তিতাস উপজেলায় ফসলী জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের নারীসহ ৪ জন আহত হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে রাহাদ নামে এক যুবককে আটক করেছে তিতাস থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামে।

আহতরা হলেন, আবুল কাশেম(৬০), মো.শফিক মিয়া(৪০), মিনা বেগম(৪৫) ও শাহআলম(৩৫)।এদের মধ্যে মো.শফিক মিয়ার অবস্থা আশংকাজনক তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। তবে আবারও যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, একই গ্রামের টেগুড়া পাড়ার মতিন মিয়া ও মুকুল মিয়া সহোদর দুই ভাই তারা দীর্ঘদিন ধরে ফসলী জমি থেকে বালু উত্তোলন করে আসছে এতে করে পাশের ফসলী জমি গুলো ভেঙ্গে যাচ্ছে। তাই ফসলী জমি রক্ষায় একই গ্রামের দক্ষিণ পাড়ার জমির মালিকরা প্রশাসনকে জানালে প্রশাসন বালু উত্তোলন বন্ধ করে দেয়, এতে মতিন-মুকুল ক্ষিপ্ত হয়।

এবিষয়ে কৃষক বিল্লাল বলেন, আমাদের পাশের জমি থেকে মতিন ও মুকুল তারা দুই ভাই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে, এতে আমাদের ফসলী জমি ভেঙ্গে যাচ্ছে, আমরা ইব্রাহিম চেয়ারম্যান এর নিকট বিচার দিলে তখন মতিন ও মুকুল কথা দেয় তারা আর বালু উত্তোলন করবেনা এবং আমাদের জমির ক্ষতি পূরণ দিবে।

এছাড়াও বিল্লাল বলেন, ফসলী জমি রক্ষায় আমাদের বাড়ির কামাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলে এতে মুকুলের ভাগিনা ফয়সাল উসকানিমূলক মন্তব্য করে এবং শুক্রবার দুপুরে রফিক লাল, ফয়সাল, আবদিন ও উজ্জ্বলসহ ১০/১২ জন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবুল কাশেম ও মো.শফিক মিয়ার উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।

অপরদিকে মতিন মিয়ার স্ত্রী শরিফা বেগম বলেন, আমার ননদের ছেলে ফয়সালকে মারার জন্য দক্ষিণ পাড়ার জামাল, বিল্লাল ও মহসিনসহ ২০/২৫ জন দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা করে, এমসয় আমার ননদ মিনা বেগম ও শাহআলম গুরুতর আহত হয়। এঘনার সময় আমার দেবর মুকুল বাড়িতে ছিল না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার বলেন, আমি বাড়িতে ছিলাম না শনিবার সকালে বাড়িতে এসে ঘটনা স্থলে গিয়ে খোজ খবর নেই এবং আহত শফিক মিয়ার খোজ খবর নিচ্ছি ও তার চিকিৎসার জন্য আমার সাধ্যমতো আর্থিক সহযোগিতা করবো।

এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস বলেন, দড়িমাছিমপুর গ্রামে দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জরিত সন্দেহে রাহাদ নামে একজনকে আটক করা হয়েছে। এবং এঘটনায় আহত শফিকের বড় ভাই ফরিদ মিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরও ১০/১২ জন অজ্ঞাত রেখে একটি মামলা করেছে। এজাহার নামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে এবং দড়িমাছিমপুর গ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net