1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ'লীগের টাকায় বিএনপির ইফতার মাহফিল -মান্নানের নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
NIKADATE TESTIMONIAL: A COMPREHENSIVE EVALUATIONS OF A LEADING DATING WEBSITE প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাঁওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা কুবি শিক্ষককে ঘুষি মারলেন প্রক্টর; অপসারণ চেয়ে প্ল্যাকার্ড হাতে একক অবস্থান চন্দনাইশে মোবাইল কোটের অভিযানে স্কেভেটর-পিকআপ জব্দ চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তদন্ত কমিটির সদস্যের প্রতি কুবি শিক্ষক সমিতির আপত্তি সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মা ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা রাউজানে ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ, ক্যাম্পাসে মানববন্ধন

আ’লীগের টাকায় বিএনপির ইফতার মাহফিল -মান্নানের নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৭ বার

আওয়ামী লীগের টাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির ইফতার মাহফিলের ঘটনাকে মিথ্যা দাবি করছেন বিএনপি। ষড়যন্ত্র ও মিথ্যাচার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন একটি মহল। তাদের মিথ্যা, গুজব ও চক্রান্তের তীব্র নিন্দা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল নিয়ে একটি মহল সোনারগাঁ উপজেলা বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার করছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিভিন্ন মিডিয়ায় ওই মিথ্যা বানোয়াট তথ্য ভিত্তিক সংবাদ দেখে আমরা বিব্রত ও ক্ষুব্ধ।

সোনারগাঁ উপজেলা বিএনপির ইফতার মাহফিল আয়োজন বানচাল করতে আওয়ামী লীগের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এ মিথ্যা তথ্য প্রচার করে হীন স্বার্থে বিএনপির রাজনীতিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা কর্মীদের মাঝে বিভ্রান্ত ছড়াতে চায় যা সোনারগাঁয়ে আদৌ সম্ভব নয়।

সোনারগাঁ উপজেলা বিএনপির বিগত সময় থেকে আজ পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল আছে। আওয়ামী লীগের চক্রান্তে আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই বিভ্রান্তি আমরা কাটিয়ে ওঠে আগামীতে স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ।

বিএনপির কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এসব নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী অংশগ্রহণ অথবা প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেনা।

যদি কেউ অংশগ্রহণ করে তাহলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করিবে। যত্র ষড়যন্ত্র হউক না কেনো আমরা আমাদের দলীয় সিদ্ধান্তে অনড় আছি থাকবো।

তিনি আরও বলেন, সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো কোন মিথ্যা গুজবে আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

কারণ আওয়ামীলীগ আমাদের দলকে বিভাজন ও কোন্দল সৃষ্টি করতে মরিয়া চেষ্টা করছে কারণ আওমীলীগ জানে তাদের পায়ের নিচে মাটি নেই। আগামীর বাংলাদেশ হবে জনগণের পছন্দের দল বিএনপির।

জানাযায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন দিয়ে নির্বাচিত করে দিবেন এমন প্রতিশ্রুতি দিয়ে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এক আওয়ামীলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে বিএনপির ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠে সোনারগাঁ থানা বিএনপির বিরুদ্ধে।

এ নিয়ে গত দুই দিনে সোনারগাঁ জুড়ে সমালোচনার ঝড় বইছে। এদিকে এই খবরে বিএনপির নেতাকর্মীদর মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম