1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী হামিদিয়া ফোরকানিয়া মাদরাসার পুণঃপাঠদান কার্যক্রম শুরু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা জুবায়ের রহমান চৌধুরী প্রধানবিচারপতি হয়ে ওঠার স্মৃতি : অধ্যাপক এম এ বার্ণিক সোনারগাঁয়ে এনসিপির যুবসংগঠনের নেতাদের হত্যার হুমকি: থানায় জিডি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন: মো. আবদুস সবুর কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের রহস্যজনক মৃত্যু প্রতিবেশি কর্তৃক পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের সেনবাগে ফাদার্স এইড বাংলাদেশের বৃত্তি সম্পন্ন  মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি) সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, উদ্ধার -৩

খুটাখালী হামিদিয়া ফোরকানিয়া মাদরাসার পুণঃপাঠদান কার্যক্রম শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের এক সময়ের ঐতিহ্যবাহি দ্বিনী প্রতিষ্ঠান হামিদিয়া ফোরকানিয়া মাদরাসা নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসন ও মাদরাসার পুণঃপাঠদান কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে শুরু করা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের নির্দেশক্রমে ৩ আগষ্ট (শনিবার) সকাল পৌনে ১১ টার দিকে ফোরকানিয়া মাদরাসায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুনরায় পাঠদান কার্যক্রম চালু করেন ঐ মাদরাসার পরিচালনা কমিটি।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এসএম মনজুর ও খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানের যৌথ প্রচেষ্টায় সৃষ্ট দ্বন্দ্ব নিরসন, ভবিষ্যতে শিক্ষার আলো প্রসারিত করতঃ এবং উভয়ের সম্মতিতে মাদরাসার পাঠদান পুনরায় চালু করা হয়।

জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মরহুম মাওলানা মোঃ হানিফ এতদঅঞ্চলের জন্য হামিদিয়া ফোরকানিয়া মাদরাসাটি ১৯৬৮ সালে প্রতিষ্টা করেন। খুটাখালী মৌজার বিএস খতিয়ান নং ১৪১, বিএস দাগ নং ২২৬১ এর
. ১০ একর জমি। এ জমি নিয়ে বিগত ২০১৭ সালে মরহুমের পুত্রদ্বয়ের মধ্যে আদালতে মামলা দায়ের করা হয়। যার নং অপর ১৭৯/২০১৭। মামলাটি দীর্ঘ বছর শুনানি শেষে গত ২৪ জুন খারিজ করেন আদালত।

এসময় আদালত মামলার বাদী মাদরাসা পরিচালনার প্রতিনিধি নয়, সেহেতু তিনি মামলা পরিচালনা করার আইনগত বৈধতা নেই জানিয়ে অপর ১৭৯/২০১৭ মামলাটি খারিজ করেন।

তারই প্রেক্ষিতে চকরিয়া ইউএনও বিষয়টি আমলে নিয়ে উভয়ের উপস্থিতিতে ফোরকানিয়া মাদরাসার কার্যক্রম যৌথভাবে একটি নিয়মিত কমিটির মাধ্যমে পরিচালনা করার তাগিদ দেন।

একপর্যায়ে শনিবার সকাল পৌনে ১১টার দিকে ইউএনওর নির্দেশ মোতাবেক সৃষ্ট দ্বন্দ্বের অবসান ঘটিয়ে মাদরাসার কার্যক্রম পুনরায় চালু করা হয়।

এসময় খুটখাালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সহ সভাপতি এম বেলাল আজাদ, সাঈদ মুহাম্মদ শাহজালাল, ইউপি সদস্য নাছির উদ্দীন, সাবেক মেম্বার কুতুবউদ্দিন, মরহুম হানিফের পুত্র মাওলানা আজিজুল মান্নান, আজিজুল হক, মাহমুদুল হক, মাওলানা আবু বক্কর, সিরাজুল ইসলাম সওদাগর, মোহাম্মদ আলম, কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর, মিলেনিয়াম স্কর্লাস স্কুলের প্রধান শিক্ষক এম শাহজান চৌধুরী, ফোরকানিয়া মাদরাসার শিক্ষক মোঃ এহেছান ও মরহুম মাওলানা হানিফের দৌহিত্র ব্যাংকার মোঃ তাহমিদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net