1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পরিচ্ছন্ন ও বহমান মরকটা ডাকাতিয়া নদী পরিদর্শন করলেন ইউএনও রহমত উল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ

চৌদ্দগ্রামে পরিচ্ছন্ন ও বহমান মরকটা ডাকাতিয়া নদী পরিদর্শন করলেন ইউএনও রহমত উল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে গত ১২-২০ অক্টোবর পর্যন্ত কনকাপৈত উন্নয়ন ফোরাম এর উদ্যোগে কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদারের নেতৃত্বে মরকটা ডাকাতিয়া নদীতে সৃষ্ট জমাটবাঁধা কচুরিপানা, বিভিন্ন তরুলতা সহ আগাছা ও বর্জ্য অপসারণ কর্মসূচি পালিত হয়েছিল। দুই শতাধিক স্বেচ্ছাসেবীর সপ্তাহব্যাপী আপ্রাণ প্রচেষ্টায় নদী থেকে এ বর্জ্য অপসারণ করা হয়। ব্যতিক্রমী এ কর্মসূচি বাস্তবায়নের ফলে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের প্রশংসায় ভাসছেন স্বেচ্ছাসেবীরা।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বর্জ্য অপসারণের পর পরিচ্ছন্ন ও বহমান মরকটা ডাকাতিয়া নদী পরিদর্শন করেন।

উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ২০২৪ এর বন্যা আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। এ এলাকার বয়স্ক নাগরিকদের সাথে আলাপ করে জেনেছি, গত ১০০ বছরেও এ অঞ্চলে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়নি। বন্যার ফলে বিভিন্ন ফসলের ক্ষতি সহ এবার এ অঞ্চলের সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যাকালীন সময়ে এ অঞ্চলের বিত্তবানরা ত্রাণ সামগ্রী, প্রয়োজনীয় ঔষধপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। এটি অসহায় পরিবারের লোকজনের জন্য বেশ কাজে দিয়েছে। এতে বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের কাজ অনেক সহজ হয়েছে। আমরা যারা নদীর পাশে বসবাস করি, কিন্তু বিভিন্নভাবে নদীর পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে থাকি। মনের অজান্তেই এক হাত-দুই হাত করে নদীর পাড়ের বাড়ির জায়গা বাড়ানোয় ব্যস্ত থাকি। এই ধরনের হীন মানসিকতা থেকে আমাদেরকে এখনই বের হয়ে আসতে হবে। নদীমাতৃক দেশে নদীকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কনকাপৈত ইউপি’র সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে এ এলাকার স্বেচ্ছাসেবীরা দীর্ঘ প্রচেষ্টায় মরকটা ডাকাতিয়া নদীর কচুরিপানা সহ বর্জ্য অপসারণ করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ডাকাতিয়া নদীর মাঝে কেউ যেন মাছ ধরার কারণে বা কচুরিপানা আটকে দিয়ে পানির স্বাভাবিক গতিতে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

কনকাপৈত ইউপি’র সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার বলেন, কনকাপৈত ইউনিয়নকে একটি কৃষিবান্ধব মডেল ইউনিয়নে রূপান্তরে কনকাপৈত উন্নয়ন ফোরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কাজে ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসেছে। এ সময় তিনি ভবিষ্যতেও উন্নয়ন ফোরামের ব্যানারে ইউনিয়নের সামগ্রীক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা এবিএম কবির হোসেন, কনকাপৈত ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-০১) মীর হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মো: নাছির উদ্দিন মজুমদার, সাংবাদিক আবু বকর সুজন, মো. বেলাল হোসাইন, এম. এ আলম, মুহা. ফখরুদ্দীন ইমন, কামাল হোসেন নয়ন, ইউনিয়ন বিএনপি’র আহবায়ব নিজাম উদ্দিন মিয়াজী, ইউনিয়ন শ্রমিক নেতা মো: ইউসুফ, ইউপি সদস্য মো: নুরুল আমিন, জসিম উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক কাজী মো: বশির আহমেদ, মো: বেলাল হোসেন, কাজী মহিন উদ্দিন নয়ন, ডা. জহিরুল ইসলাম মজুমদার, মো: মহি উদ্দিন মজুমদার, যুবনেতা আমিনুল ইসলাম ছুট্টু, মো: শাহআলম মজুমদার, কাজী মাসুদ রানা, কাজী আরিফ হোসেন, প্রবাসী মো: ইমাম হোসেন মজুমদার, মো: জোবায়ের হোসেন, যুবনেতা ফুয়াদ ইবনে মোস্তফা, নুরুল আলম, মো: ফারহান মজুমদার, কাজী আরিফ হোসেন, মো: আরাফাত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net