1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে এনসিপির যুবসংগঠনের নেতাদের হত্যার হুমকি: থানায় জিডি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন: মো. আবদুস সবুর কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের রহস্যজনক মৃত্যু প্রতিবেশি কর্তৃক পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের সেনবাগে ফাদার্স এইড বাংলাদেশের বৃত্তি সম্পন্ন  মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি) সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, উদ্ধার -৩ ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মুফিজের নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন  শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ সিরাজদিখানে সরকারি কর্মচারী মাদকসেবি রোমান কর্তৃক প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি, আউলিয়ায়ে কেরামের মাজার ভাঙচুর ও জশনে জুলুসে হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঁশখালী শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাঁশখালী সরকারি আলাওল কলেজ মাঠে মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঁশখালী উপজেলা শাখার মুখপাত্র অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম রেজভী, আবদুল মালেক আশরাফী, মাওলানা নেছার উদ্দীন মুনিরী আল কাদেরী, মাওলানা বশির আহমদ, মাওলানা আবু বক্কর সিকদার,

আবদুর রহীম সিরাজী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা আশেকুর রহমান আল কাদেরী, জাহাঙ্গীর আলম আলকাদেরী, অধ্যাপক শফিউল বশর, মাওলানা মমতাজুল হক নঈমী, অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, মাঈনুল ইসলাম ফরহাদ, কাজী সুলতান আহমদ, হাবিবুর রহমান, শাহজাদা কবিউল আলম, হাফেজ তমিজ, নুরুল ইসলাম, ইব্রাহীম কাদেরী, শামশুল আরেফীন খালেদ, শাহাব উদ্দীন, আবুল কাশেম তাহেরী, শহিদুল ইসলাম, ওয়াহিদ হাবিবী, মো. আজিম, ছাত্রনেতা শহীদ রেজা, নেজাম উদ্দিন রিয়াদ, ইয়াছিন আরাফাত শাকিল, শাহাব উদ্দীন, নুরুল আলম ফয়েজী প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে সরকারি আলাওল কলেজ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের পর দেশে সুফিবাদে বিশ্বাসী মানুষের উপর বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। অনেক জায়গায় মাজার ভাঙচুর করা হয়েছে। জশনে জুলুসে পর্যন্ত হামলা হয়েছে। এসব ঘটনায় আইনের আশ্রয় নিলেও কাউকে গ্রেফতার করা হয়নি। আজও যখন এই সভা করা হচ্ছে, তখন প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা থেকে বারবার ফোন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কারা এসব ঘটনা ঘটাচ্ছে, কারা এসব ঘটনার পেছনে ইন্ধন জোগাচ্ছে তাদের আমরা চিনি। সুতরাং তাদেরকে নিয়ন্ত্রণ করুন। সারাদেশের সুন্নী জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটলে সারাদেশ অচল হয়ে যাবে। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কেন্দ্র থেকে ডাক আসলে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। সুতরাং সময় থাকতেই এসব অপকর্মে জড়িতদের আইনের আওতায় আনুন।’

ভারতে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ‘হযরত মুহাম্মদ (সা:) আমাদের আদর্শ। তাঁকে নিয়ে কেউ কটুকথা উচ্চারণ করবে আর ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে থাকবে তা হতে পারে না। বিশ্বনবী মান, মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত আছি।’

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net