1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সরকারি বিদ্যুৎ খুঁটিতে বেসরকারি বাণিজ্য  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রাউজানে সরকারি বিদ্যুৎ খুঁটিতে বেসরকারি বাণিজ্য 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার

রাউজান (চট্টগ্রাম)  প্রতিনিধি:

রাউজান উপজেলাজুড়ে ডিস ও ইন্টারনেট সার্ভিস তার জঞ্জাল বাড়াচ্ছে ঝুঁকি।অপরিকল্পিতভাবে সরকারি বিদ্যুৎ খুঁটিতে বছরের পর বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে  ডিস ও ইন্টারনেট সার্ভিসের অসংখ্য তার। কোনটা কোন লাইনের তাঁর কেউ জানেনা। এতে প্রায় সময় এসব তারগুলা থেকে শর্ট খেয়ে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সরেজমিনে দেখা গেছে, রাউজানের প্রতিটি বিদ্যুতের খুঁটিতে এখন বেসরকারি বাণিজ্য। হাজার হাজার বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ডিস ও ইন্টারনেটের তার নেওয়া হয়েছে। সরকারি খুঁটিতে বেসরকারি এই বাণিজ্য বিদ্যুৎ সরবরাহের জন্য হুমকি হয়ে উঠেছে। ফলে কোথাও না কোথাও ডিস ও ইন্টারনেটের তারের অগ্নিকাণ্ডের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হচ্ছে। টিপু নামের এক ব্যক্তি জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা রাউজানে এখন চোখে পড়ে বিদ্যুতের খুঁটিতে বট গাছের ঝুরির মতো ঝুলছে ডিস ও ইন্টারনেটের তারের জঞ্জাল।সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদাসিনতা ও যথাযথ আইন প্রয়োগে ব্যর্থতার কারণে দিন দিন বাড়ছে তারের জঞ্জাল।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনাও ঘটছে মাঝেমধ্যেই। অন্যদিকে রাউজানের সৌন্দর্য নষ্ট হচ্ছে। অথচ এসব দেখার যেন কেউ নেই। সিএনজি চালক এরশাদ নামের এক যুবক বলেন, সড়ক উপর, ফুটপাত ও দোকানপাটের সামনে দিয়ে বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা বিদ্যুৎ, ডিস ও ইন্টারনেটের তারের জঞ্জাল অনেক সময় ছিড়ে মাটিতে পড়ে থাকে। কেউ দেখে না। ঘটে দুর্ঘটনা। এসব তারের জঞ্জাল সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।না হলে রাউজানের রাউজানের সৌন্দর্য নষ্ট হবে। নাম প্রকাশ না করার শর্তে ইন্টারনেট- ডিস সংযোগকারী প্রতিষ্ঠানের এক কর্মচারী বলেন, ‘বৈদ্যুতিক খুঁটিতে এত তারের কারণে মাঝেমধ্যে কাজ করতে আমাদেরও সমস্যা হয়। বোঝাই যায় না কোনটা কীসের তার। ফলে প্রায় সময় সামান্য শর্টসার্কিটে বিভিন্ন খুঁটিতে আগুন লেগে যায়। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এক কর্মকর্তা জানান, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ডিস ও ইন্টারনেটের লাইনের সংযোগ দেয়া সম্পূর্ণ অবৈধ। কারণ খুঁটির সঙ্গে সরকারি বিদ্যুতের তার ছাড়া অন্য কোনো তারের সংযোগ দেয়া যাবে না। যারা ডিস ও ইন্টারনেটের লাইনের ব্যবসা করছেন তারা নিজের ইচ্ছাতে বিদ্যুতের খুঁটি ব্যবহার করে ডিস ও ইন্টারনেটের লাইনের সংযোগ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net