1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্ব অত্যধিক - জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্ব অত্যধিক – জেলা প্রশাসক

সিমস্ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩০২ বার

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ

নিরাপদ অভিবাসন বিষয়ক প্রকল্প ’সিমস (২য় পর্যায়) প্রকল্প-এর জেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
০৭ নভেম্বর,বৃহস্পতিবার কক্সবাজার অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের খাত রেমিট্যান্স। আর এই রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্ব অত্যধিক। তাদের অধিকার ও সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষকে সচেতন থাকতে হবে। তিনি অভিবাসি কর্মী ও তাদের পরিবারের সহায়তায় সিমস প্রকল্প উদ্যোগকে স্বাগত জানান এবং কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত বক্তাগণ বলেন- অভিবাসন ইস্যুতে সাধ্যমতো এক হয়ে কাজ করার অংগীকার করেন। এতে অন্যান্যের মধ্যে জেলার বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, আইনজীবি, এনজিও নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত উক্ত সিমস প্রকল্পটির প্রধান বাস্তবায়নকারী সংস্থা আন্তজার্তিক উন্নয়ন সংস্থা হেলভেটাস এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে প্রত্যাশী। এছাড়াও এই প্রকল্পের আইনী পরার্মশ ও সহায়তা দিচ্ছে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি। প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হেলভেটাস বাংলাদেশের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আবুল বাশার। প্রত্যাশী পরিচালক-প্রোগ্রাম মোঃ আব্দুস সামাদ-এর সঞ্চালনায় অনুষ্টিত এ সভায় সভায় বিশেষ অতিথি রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ সাজ্জাতুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক লিটন কান্তি চৌধুরী, রামু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শাহ জালাল, বাংলাদেশ কোস্ট গার্ড-এর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ তারিখ মিঞা, জেলা তথ্য অফিসার মোঃ আবদুছ সাত্তার প্রমূখ। অবহিতকরণ এই সভায় প্রকল্প বিষয়ক প্রেজেন্টেশান উপস্থাপন করেন সিমস্ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন, সহকারি কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর কেএম ইঞ্জারুল হক, হেলভেটাস বাংলাদেশ-এর প্রকল্প সমন্বয়কারি প্রেমাংশু শেখর সরকার, প্রত্যাশী উপদেষ্টা অধ্যাপক রাশেদা খানম, জেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিমল কুমারসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net