1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ বার

মােঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডী গ্রামের ভেজালের মোড় নামক স্থানে বুধবার বিকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন হয়েছে। আহতদেরকে মাগুরা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডী গ্রামের ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলকে কেন্দ্র করে এ ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মী সোনাইকুন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির লোকজন ওয়ার্ড কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে উক্ত ওয়ার্ডের সোনাইকুণ্ডী গ্রামের আফসারের ছেলে বিএনপির নেতা নান্টু (৪০) এবং দূর্গাপুর গ্রামের মৃত আনসার মোল্যার ছেলে বিএনপি নেতা আলাম মোল্লার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উক্ত ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই গ্রুপের অন্তত ৪ জন আহত হয়। আহতদের মধ্যে নান্টু গ্রুপের সোনাইকুন্ডী গ্রামের পূর্বল, লিটন (৩০), মোঃ রহিম শেখ ( ৪০), মোঃ সজল শেখ (২৫) এবং আলাম মোল্লা গ্রুপের দূর্গাপুর গ্রামের সবুর, নান্টু (৫০)কে মাগুরা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি আছে।

উল্লেখ্য যে, আলাম মোল্লা শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্বাসউদ্দীন গ্রুপের লোক এবং নান্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ বদরুল আলম হিরোর লোক। উভয় গ্রুপের লোকজনের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, যেকোনো সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে আবারও মারামারিসহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভবনা রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, এলাকায় বিভিন্ন মাঠের মধ্যে লোকজন জড়ো হয়ে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীও আসছে, তাদের নিয়ে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৯/০২/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net