1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেঘনায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে সন্ত্রাসী কাইয়ুমের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেঘনায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে সন্ত্রাসী কাইয়ুমের বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০৬ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফারকে (৫০) হত্যার উদ্দেশ্যে তার বহনকারী গাড়িতে হামলার অভিযোগ উঠেছে একই উপজেলার আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য এবং একাধিক হত্যা মামলাসহ ১৪ মামলার আসামি বালু খেকো কাইয়ুমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক এগারোটায় উপজেলার লুটেরচর ইউনিয়নের কান্দার গাও বাস স্টেশনে।

এঘটনায় সোমবার (১০ মার্চ) আব্দুল গাফফার বাদী হয়ে ২০/২৫ জনের নাম উল্লেখ করে মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

এলাকাবাসী জানায়, কাইয়ুম একজন চিহ্নিত সন্ত্রাসী এবং বালু খেকো, তাহার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অনেক মামলা রয়েছে। তার ভয়ে মেঘনা নদী বেষ্টীত চালিভাঙ্গা ইউনিয়নে কেউ প্রতিবাদ করতে পারতোনা। এবং সাবেক এমপি সুবিদ আলী ভূইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে কমিশন দিয়ে মেঘনা নদী থেকে গত ১৫ বছরে কয়েক শত কোটি টাকার বালু বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় কাইয়ুম। শুধু তাই না সুবিদ আলী ভূইয়া ও মোহাম্মদ আলী সুমনের আর্শীবাদে কোটি টাকা খরচ করে জেলা পরিষদের সদস্য পদ বাগিয়ে নেয় কাইয়ুম। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর মেঘনার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী বালু খেকো কাইয়ুম আত্মগোপনে চলে গেলেও এলাকায় সক্রিয় রয়েছে তার অনুসারীরা। এলাকাবাসী আরো জানায় মাঝে মাঝে রাতের আধারে কাইয়ুম এলাকায় এসে তার অনুসারীদের নিয়ে মহড়া দেয় বলেও শুনতে পায়। মেঘনাবাসীর দাবি এই চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী কাইয়ুমকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারলে মেঘনা উপজেলা বাসী কলঙ্ক মুক্ত হবে।

অভিযোগকারী মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার বলেন, শুক্রবার রাতে আমি উপজেলা সদর থেকে সোনারগাঁও যাওয়ার পথে রাত আনুমানিক এগারোটায় লুটেরচর কান্দার গাও বাস স্টেশন পৌছলে আওয়ামিলীগ নেতা একাধিক হত্যাসহ ১৪ মামলার আসামি সন্ত্রাসী কাইয়ুম ও তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গাড়িতে হামলা করে। এসময় আমার ডাকচিৎকার শুনে কান্দার গাও এলাকার লোকজন এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি আমি মেঘনা থানার ওসিকে জানালে তিনি সঙ্গীয় অফিসর নিয়ে ঘটনা স্থলে এসে আমাকে উদ্ধার করে এবং ঘটনার সত্যতা পায়।

এবিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, বিএনপি নেতা আব্দুল গাফফারকে বহনকারী গাড়িতে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক আমি সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনা স্থলে গিয়েছি এবং গাড়িতে হামলার সত্যতা পেয়েছি। এঘটনায় বিএনপি নেতা আব্দুল গাফফার লিখিত অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কাইয়ুমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র চাঁদাবাজিসহ ১ ডজনের উপরে মামলা রয়েছে। এদিকে অভিযুক্ত কাইয়ুম পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net