1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় জামায়াতে ইসলামী কর্মীর উপর দুর্বৃত্তের হামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে দলের পাশাপাশি ভোটের মাঠও গোছাচ্ছে বিএনপি-জামায়াত

আনোয়ারায় জামায়াতে ইসলামী কর্মীর উপর দুর্বৃত্তের হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩০ বার

কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি:

:চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মীদের উপর দুর্বৃত্তের অতর্কিতভাবে হামলা   চালিয়েছে। হামলায় জামায়াতে ইসলামীর স্থানীয় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চমেকে পাঠানো হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৫টার সময় উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে এই ঘটনায় আহত মোঃ আলী হোসেন (৪০) থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনায় মারধরের সাথে জড়িত থাকায় ১৪জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তরা হলেন, নুর কালামের ছেলে নজিম উদ্দিন (২৬) আব্দুল বারীর ছেলে ছগীর (২৫), জামাল উদ্দিন ছেলে মোঃ বেলাল উদ্দিন (২৬), তৈয়ব তাহেরের ছেলে সিরাজুল মোস্তফা (২৮),  আবু সৈয়দ ছেলে আরমান হোসেন (১৬), আব্দুর রশীদের ছেলে এয়ার মোহাম্মদ (৪০), নায় মিয়ার ছেলে মোঃ মহিউদ্দিন (৩০) সৈয়দ হোসেনে ছেলে রিয়াজুদ্দিন (২৮), মোহাম্মদ হোসেনের ছেলে ওয়াজুদ্দিন (৩২), আব্দুল  আজীজ (২৩),  মোঃ ইদ্রিছ,  আব্দুল বারী (৫৫)মাওলানা আবদুর রহমান (৪৫),  মোঃ হেলাল (৩০)। এ ঘটনায় আরো ৩০ থেকে ৩৫জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত হামলাকারীরা সবাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর ও যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রসেনার কর্মী। সরকারের পতনের পরও তারা নানাভাবে তারা স্থানীয়দের হুমকি দিয়ে আসছে। ঘটনাস্থল এলাকায় জামায়াতের উদ্বেগে একটি  মাহফিল এর আয়োজন করার কথা ছিল। আয়োজনের কার্যক্রম, সার্বিক প্রস্তুতি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের  মাহফিল প্রাঙ্গন পরিদর্শন শেষে আসার সময় অতর্কিতভাবে হামলার শিকার হোন জামায়াতের নেতাকর্মীরা । অভিযোগকারী আহত স্থানীয় জামায়াত কর্মী বলেন, আমরা মাহফিল মাঠ দেখে চলে আসতেছি। এর মধ্যে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের মোবাইল ও নগদ টাকা নিয়ে ফেলে তারা। হামলাকারীরা চিহ্নিত সন্রাসী।তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, বিষয়টি শুনেছি। জামায়াতের দায়িত্বশীলরা এখানে এসেছে। একটা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল :০১৮১৯৬১১৩২৯

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net