1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী কেলেঙ্কারির মহানায়ক উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানের বদলি :জনমনে অসন্তোষ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ

নারী কেলেঙ্কারির মহানায়ক উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানের বদলি :জনমনে অসন্তোষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার

গোদাগাড়ী প্রতিনিধি:

সাংবাদিকদের মানববন্ধন ও স্থানীয় জনসাধারণের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে বদলি করা হয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিতর্কিত উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানকে। এই কর্মকর্তাকে অসামাজিক কাজে ও নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে বদলি করা হয়েছে ।

ঘটনার সূত্রপাত, গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় জনগণ হাফিজুর রহমান ও ইউএনও’র বাসার কাজের মেয়ে রুবিনার সাথে উপজেলার রূপালী ভবনের দ্বিতীয় তলায় আপত্তিকর অবস্থায় আটক হয়। ঘটনা জানতে পেরে দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি অলিউল্লাহসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যান। পরবর্তীতে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এতে উপজেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়।

এই ঘটনায় খবর প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিকসহ স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন হাফিজুর। অভিযোগ রয়েছে, গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন এবং বর্তমান ইউএনও ফয়সাল আহমেদের প্রত্যক্ষ মদদেই এই মামলা দায়ের করা হয়। ১ মার্চ ও ৬ এপ্রিল যথাক্রমে গোদাগাড়ী মডেল থানায় ও রাজশাহীর আদালতে পৃথক দুটি মামলা করা হয়।

এসব ঘটনার প্রতিবাদে সোমবার (৮ এপ্রিল) দুপুরে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের গেটে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিক সমাজ ও জনসাধারণ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন দুর্নীতিবাজ ও চরিত্রহীন কর্মকর্তাকে বরখাস্ত না করে বদলি করে সাময়িক সমাধান দেওয়া হচ্ছে। আমরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নই, তাকে শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি—সাইফুল ইসলাম (আমার দেশ), জামিল (কালবেলা), আব্দুল খালেক (সংগ্রাম), সারোয়ার সবুজ (উপচার), আবু তাহের (সময়র আলো), মানিক হোসেন (মানবকণ্ঠ), মনিরুল ইসলাম (নববাণী) এবং অলিউল্লাহ (জনকণ্ঠ)। এছাড়াও অংশ নেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্যরা।

প্রসঙ্গত, হাফিজুর রহমানের বিরুদ্ধে আগেও বিভিন্ন দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠে আসে। ১৮ আগস্ট ২০২৪ সালে ১৭৫৬ নম্বর ডকেটে তার বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও নারীসংক্রান্ত ঘটনায় অভিযোগ জমা পড়ে রাজশাহী জেলা প্রশাসকের কাছে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, “শুধু বদলি নয়—এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং ইউএনও ফয়সাল আহমেদসহ জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে নামবে সাংবাদিক সমাজ ও জনগণ।”

এ বিষয়ে রাজশাহী প্রধান উপদেষ্টা বরাবর মামলা প্রত্যাহার চেয়ে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net