1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় সাংবাদিকতার নামে খোকা-সাকিবের সিন্ডিকেটের রাজত্ব ফাঁস! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

আশুলিয়ায় সাংবাদিকতার নামে খোকা-সাকিবের সিন্ডিকেটের রাজত্ব ফাঁস!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১ বার

স্টাফ রিপোর্টার:

ঢাকা’র শিল্পাঞ্চল আশুলিয়ায় ৫ আগষ্টের ঘটনার আড়ালে কি ঘটনা জাতি জানতে চায়, কারা করেছে হত্যাকান্ড আর কারা হলেন এসব মামলার আসামী ? কারা হয়রানির শিকার হচ্ছেন আর আটক হলেন কারা ? কিভাবে ঠিকানা পাল্টে গেলো, কিভাবে আপন মামা বাবা হয়ে গেলেন ? আর কিভাবে জীবিত স্বামীকে মৃত বানিয়ে হত্যা মামলা করা হলো ? কিভাবে আত্মীয় পরিচয় দিয়ে ভুয়া বাদিরা একাধিক মামলায় নাম দিয়ে নির্দোষ মানুষদেরকে হয়রানি করেছে?

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় সাংবাদিকতার ছদ্মবেশে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অপরাধের ত্রাসের রাজত্ব কায়েম করেছে। চাঁদাবাজি, জমি দখল, ব্ল্যাকমেইল, নারী কেলেঙ্কারি ও সামাজিক সম্মানহানির মতো অপরাধে জড়িত এ চক্রটির নেতৃত্বে রয়েছেন যুবলীগ নেতা মইনুল ভূঁইয়ার জামাই, যুবলীগ ক্যাডার লোকমান হোসেন খোকা ওরফে হকার খোকা এবং বঙ্গবন্ধু যুব পরিষদের দপ্তর সম্পাদক সাকিব আসলাম ওরফে চান্দা সাকিব ওরফে সাইকো সাকিব।

৫ আগস্টের নৃশংসতা: জাতির জানতে চাওয়া অনেক প্রশ্ন:

২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইলে ঘটে এক ভয়াবহ ঘটনা। সেদিন প্রথমে আশুলিয়া প্রেসক্লাবে হামলা ও ভাঙচুর চালানো হয়। এরপর দুইজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে তাদের লাশ ওভারব্রিজের নিচে ঝুলিয়ে রাখা হয়।

সূত্র জানায়, প্রেসক্লাব দখলের উদ্দেশ্যে ভাড়া করা সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটায়। তারা পুলিশের ভ্যানে থাকা ছয়জন ছাত্র-জনতাকে হত্যা করে লাশ পুড়িয়ে গুমের চেষ্টা করে। এমনকি থানায় ঢুকে সরকারি অস্ত্র ও মালামাল লুট করে। ছাত্র-জনতা হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় বিভিন্ন টেলিভিশন ও জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। বেসরকারি হিসাবে শহীদের সংখ্যা ৫৩ হলেও সরকারিভাবে অনেকের নাম তালিকাভুক্ত হয়নি। মামলাগুলোর এজাহারেও এসেছে ভুল ঠিকানা ও মিথ্যা আত্মীয়তার তথ্য।

 

একাধিক মামলার আসামি লোকমান হোসেন খোকার বিরুদ্ধে রয়েছে: ৫ আগস্টের ছাত্র-জনতা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি উত্তরা পূর্ব থানায় মামলা: ১১(১২)২৪, নম্বর ৮২। কাফরুল থানায় মামলা: ১০(৩)২৫, নম্বর ১১০। বাইপাইল এলাকায় ৫০ লাখ টাকার চাঁদাবাজি মামলা সহ রয়েছে একাধিক মামলা। সরকারের চলমান ডেভিল হান্ট অপারেশনেও তিনি ‘ভিআইপি আসামি’।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ।

প্রশাসনের সামনেই বীরদর্পে চলাফেরায় চাঞ্চল্যের সৃষ্টি :

মামলার আসামি হয়েও লোকমান হোসেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রশাসনিক দপ্তরে অবাধে যাতায়াত করছেন। অনেক সময় পুলিশ সদস্যদের সঙ্গে সময় কাটাতেও দেখা গেছে তাকে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ রয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা থানায় নতুন এসেছি। কে আসল, কে মুখোশধারী – তা বুঝতে সময় লাগে।”

মহাসড়কে অবৈধ ভবন নির্মাণ ও চাঁদাবাজি:

লোকমান হোসেন খোকা সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে ‘আশুলিয়া প্রেসক্লাব’ নামে একটি আটতলা ভবন নির্মাণ শুরু করেন। এটি এখন চাঁদাবাজির ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করা হয়।

হত্যাচেষ্টা, গণপিটুনি, প্রশাসনের নিরবতা:

২০২৫ সালের ৬ এপ্রিল বাইপাইল মার্কেটে সশস্ত্র হামলা চালিয়ে মার্কেট ম্যানেজার হাবিবুর রহমানকে হত্যাচেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, লোকমান নিজেই এ হামলার নেতৃত্ব দেন। এরপর ২১ মে সন্ধ্যায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা হামলা মামলার আসামি হয়েও তিনি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। নির্বিঘ্নে যাচ্ছেন থানায়ও। আবার পুলিশ সদস্যদের সঙ্গে কখনও চা চক্রে। তার পরও তিনি অধরা। তাকে খুঁজে পান না মামলার তদন্তকারী কর্মকর্তা!

চক্রের দ্বিতীয় নেতা সাকিব আসলাম :

বঙ্গবন্ধু যুব পরিষদের দপ্তর সম্পাদক সাকিব আসলাম ওরফে চান্দা সাকিব নিজেকে সাংবাদিক পরিচয়ে ভূঁইফোড় অনলাইন পোর্টাল ও ফেসবুক লাইভে সক্রিয় থেকে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইলে জড়িত। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি ও মানহানির একাধিক অভিযোগ রয়েছে।

অপরাধচক্রের অন্যান্য সক্রিয় সদস্য:

জাহাঙ্গীর আলম রাজু, রাশিদুল হক সোহাগ, নেছার উদ্দিন খান, মুস্তাবিন সিয়াম, মাসুদুর রহমান রুবেল, হাসান ভূঁইয়া। এদের নামেও রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যা মামলা ও চাঁদাবাজি মামলা সহ একাধিক অভিযোগ।

তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও ফেসবুক লাইভ ব্যবহার করে ভুয়া প্রচার চালিয়ে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে চাঁদা আদায় করে। অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পান না।

সাংবাদিকদের প্রতিবাদ, প্রশাসনের নিরবতা:

আশুলিয়া প্রেসক্লাব, সাংবাদিক সমন্বয় ক্লাব, আশুলিয়া রিপোর্টার্স ক্লাব ও সাভার উপজেলা সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন চক্রটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, “এই চক্র সাংবাদিকতার নাম ব্যবহার করে পুরো পেশাটিকে কলঙ্কিত করছে।”

আশুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহমেদ চৌধুরী বলেন, বাইপাইলে হকারি করেই ক্ষমতাসীনদের ছত্র ছায়ায় প্রভাবশালীদের কাতারে নাম লেখান লোকমান হোসেন খোকা ওরফে খোকা মুহাম্মদ চৌধুরী। গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে হলেও গাজীরচটে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলামের ভাই সোলেমান ভুইয়ার মেয়েকে বিয়ের সুবাদে হয়ে ওঠেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। সেই ধারাবাহিকতায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে অল্প সময়ের ব্যবধানে হয়ে ওঠেন অর্থবিত্তের মালিক।

আশুলিয়ায় সাংবাদিকতার নামে গড়ে ওঠা এই অপরাধচক্র এখনই রুখে না দিলে তা সমাজে ভয়, বিশৃঙ্খলা ও গণমাধ্যমের ওপর অবিশ্বাস সৃষ্টি করবে। স্থানীয়দের একটাই দাবি – অপরাধীদের মুখোশ খুলে দ্রুত আইনের আওতায় আনা হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net