নিজস্ব প্রতিবেদক :
স্যাটেলাইট টিভি চ্যানেল এসএ টিভি। এই চ্যানেলটিতে ঘাপটি মেরে বসে আছে পতিত আওয়ামী লীগের কতিপয় খাঁটি দালাল। শুধু বসেই আছে তা নয়, তারা তাদের আপা (শেখ হাসিনা) ফিরে আসার অপেক্ষা করছে এবং ভেতরে ভেতরে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। মাসের পর মাস বেতন নিয়ে তাল বাহানা করা, কথায় কথায় সাংবাদিক-কর্মচারীদের বেইজ্জতী করা এখানে যেন নিয়মে পরিনত হয়েছে। মালিক পক্ষের এসব হঠকারী কাজে সাহায্য করে খোদ নিউজ রুমের কতিপয় চামচা।
এদিকে, এই প্রতিষ্ঠানের নারী লোভী কর্মকর্তাদের কারণে কোনো মেয়ে কর্মী নিরাপদে কাজ করতে পারে না। তাদেরকে বিছানায় যেতে হবে, নইলে সম্মান বাঁচাতে চাকরি ছেড়ে চলে যেতে হবে। কোনো নারী কর্মী একবার তাদের লোলুপ দৃষ্টিতে পড়ে গেলে তার আর রক্ষা নেই। জোঁকের মতো লেগে থাকে তার পেছনে। প্রতিষ্ঠানের মালিক সালাহউদ্দিন আহমেদ, তার ছেলে সামসুল আলম রাকিন (পান্থ), সিএনই জাহিদুর রহমান খান, ইডি রাশেদ কাঞ্চন, হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, প্রধান হিসাব রক্ষক মোক্তার, মালিকের চামচা প্রশাসনিক কর্মকর্তা রনি সবাই যে যার মতো করে নারী কর্মীদের বিছানায় নেয়ার চেষ্টা করে। ইজ্জত বাঁচাতে অনেকেই চাকরি ছেড়ে চলে গেছেন। আবার চাকরি বাঁচাতে কেউ কেউ গিয়ে শুয়ে পড়েছেন। এমডির ছেলে পান্থ ও সিএনই জাহিদ কোনো মেয়েকে বিছানায় না নিতে পারলে চাকরিতে না রাখাসহ তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেন। এসএ টিভিতে চাকরি করতে গিয়ে হাতে গোনা ২/১ জন ছাড়া কেউ স্ব-সম্মানে বের হতে পেরেছে, এমন নজির খুবই কম। আর যারা তাদের ডাকে সাড়া দেয়নি, তাদের প্রতি মুহুর্তে যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে।
এদিকে, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির সুবিধাভোগি এসএ টিভির মালিক সালাহউদ্দিন আহমেদ, তার ছেলে পান্থ ও দালাল কর্মকর্তারা সিন্ডিকেট করে কর্মীদের বেতন নিয়ে তালবাহনা করে। এ নিয়ে কেউ কিছু বললেই শোকজ কিংবা চাকরিচ্যুতির কাগজ ধরিয়ে দেয়া হয়।
চিফ নিউজ এডিটর জাহিদুর রহমান খানের বাড়ি গোপালগঞ্জ। আওয়ামী লীগের পুরো আমলটাই সে শেখ সেলিমের খাস লোক হিসেবে পরিচিত। শেখ সেলিমের নামে বই লেখা, বিভিন্ন স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে সবকিছুই করতো সে। সেই সুযোগে বড় বড় তদবির বাণিজ্য করে কামিয়েছেন কোটি কোটি টাকা। ইস্কাটনে নিজের ফ্ল্যাট, দামি গাড়ি কি নেই তার? রাতের বেলাতো বটেই দিনের বেলায়ও বারে গিয়ে মদ খেয়ে অফিসে আসেন। লেট এডিশন নামে তিনি ক্ষ্যাতমার্কা ভয়েজ ও উচ্চারণে যে টকশো উপস্থাপনা করেন, তার আগের পর্বগুলো দেখলেই বোঝা যাবে কি পরিমান দালালী তিনি আওয়ামী লীগের পক্ষে করেছেন।
আওয়ামী লীগের দোসর ও নারী লোভী এই সিন্ডিকেটের কবল থেকে এসএ টিভিকে মুক্ত করে সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে নিপিড়নের শিকার কর্মীরা।