1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় খোরশেদ আলম নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আটককৃতরা হলো: রংপুর জেলার হরিচরণ লস্কর এলাকার শাহ আলম মিয়ার ছেলে আল-আমিন (২০), চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম (১৪), জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে মো: রাজিব (৩০) ও চাং চাং গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউছুফ (২৭)।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সূত্রে জানা গেছে, গোপস সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আলেখারচর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের দু’টি টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকার জোনাকী হোটেলের পেছনে বিশেষ অভিযান চালিয়ে একটি গোপন মাদক আস্তানা উম্মোচিত করার পাশাপাশি চিহিৃত ৪ মাদক কারবারিকে আটক করা হয়। তবে, অভিযানকালে খোরশেদ আলম নামে অপর এক সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে গেছে। এ সময় ৪২৪ বোতল ফেনসিডিল, ১২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ লিটার চোলাই মদ, ১২ লিটার মদের কাঁচামাল, ১২ বোতল কিংফিশার ও হিউম্যান বিয়ার, ১ বোতল অফিসার্স চয়েস বিদেশী মদ, ৮০০ গ্রাম সিলোফস (অ্যালুমিনিয়াম সালফাইড), নগদ ১৭ হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন (অ্যানড্রয়েড ও বাটন) সহ ৪টি ফয়েল পেপার উদ্বার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ মাদকবিরোধী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net