হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের হলরুমে ১৫ মে রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক জনিত স্বাস্থ্য ক্ষতির সচেতনতার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সরকারি হাজী জাল মাহমুদ কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও স্টাফ কাউন্সিলের সম্পাদক গোলাম মাসুম।
আলোচনা অংশ নেন মানবিক শাখার ১ম বর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলাম, সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক উত্তম কুমার, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, সরকারি হাজী জাল মাহমুদ কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলতাব আলী, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমুখ।