নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৩ মে শুক্রবার, শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সময়মতো পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে যোগ্যতা ও সততার সাথে জনগণের জন্য কাজ করে যেতে হবে। এদেশের মানুষ একটা ভালো সরকার প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা পূরণে জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে।