নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত আপসহীন বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই। ইসলাম সন্ত্রাসবাদ বিশ্বাস করে না। ক্ষমতায় গেলে আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করব। আমরা পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন থাকব। ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষ ভয় পায় না। ভারত মিসাইল ছুঁড়লে আমরা সেই মিসাইল ভারতে পাঠিয়ে দিব।
শনিবার (১০ মে) বিকেল ৩টায় সাতক্ষীরার কালিগঞ্জে শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
ডা: তাহের বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গুম, খুন, অত্যাচার ও লুটপাট করেছে। শেখ হাসিনার সরকার তিনটি জাতীয় বাজেটের সমপরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। এজন্য তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের শাসন ব্যবস্থা আপনারা দেখেছেন। আমাদের একবার সুযোগ দিন। আমরা জাতির সাথে প্রতারণা করব না। দেশে জুলুম নির্যাতন থাকবে না, চাঁদাবাজি ও লুটপাট থাকবে না। কেউ হিন্দুদের জমি দখল করতে পারবে না। বাংলাদেশের হিন্দুদের সকল অধিকার দেয়া হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সকলের ভোটাধিকার নিশ্চিত করা হবে। উন্নত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে। দেশে বেকার থাকবে না।’
সমগ্র সাতক্ষীরাকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হুদা, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, আদর্শ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা জোনাল সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ ও সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, মাহবুবুল আলম, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শাখার সাবেক সভাপতি আজিজুল ইসলাম, সাবেক সেক্রেটারি এস এম জোবায়ের হোসেন, সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির জি এম আব্দুল গফফার, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো: আফতাবুজ্জামান, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, দেবহাটা উপজেলা জামায়াতের আমির ওলিউল ইসলাম প্রমুখ।
এর আগে, সকাল ৯টায় একই স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার নারী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। নারী ও পুরুষের পৃথক এ কর্মী সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।